দেশের সময়: অভিজাত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল মাদকের কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে মাদক তৈরির কাঁচামাল। যার দাম প্রায় ১০০ কোটি টাকা।
গ্রেফতার হয়েছে আফ্রিকার বংশোদ্ভূত ৯ জন। ঘটনাটি গ্রেটার নয়ডার। গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার লক্ষ্মী সিং বলেছেন, ধৃতদের কাছ থেকে ৪৬ কেজি মাদক পাওয়া গিয়েছে। যা দেখতে একেবারে সাদা। আন্তর্জাতিক বাজারে এর দাম ২০০ কোটি টাকা। গ্রেটার নয়ডায় থেটা-২ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তারা ওই কারবার চালাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আনুদুম ইমানুয়েল, আজোকু উবাকা, ড্যানিয়েল আজুহ, লেভি উজোচুক, জ্যাকব এমফিয়েল, কোফি ও চিডি ইজিয়াগওয়া। এরা সবাই নাইজেরিয়ার বাসিন্দা। এছাড়া ধৃতদের মধ্যে ড্রামেমন্ড নামে একজন রয়েছে, যে সেনেগালের বাসিন্দা।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে মাদক তৈরির যে কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে মিথাইল অ্যালকোহল, হাইপো ফসফরিক অ্যাসিড, হাইড্রো সালফিউরিক অ্যাসিড, আয়োডিন ক্রিস্টাল, অ্যামোনিয়া, এফিড্রিন, অ্যাসিটোন, সালফার এবং কপার সল্ট। সিন্থেটিক ওষুধ তৈরিতে ব্যবহৃত সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দিল্লি-এনসিআরে মাদক সরবরাহের বড়সড় সিন্ডিকেট চালাত তারা। মূল কাজ পরিচালনা করা হত থেটা-২ সেক্টরের জৈতপুর ভাইসপুর এলাকায় তাদের ভাড়া করা বাড়ি থেকে। কাদের কাছে তারা মাদক পৌঁছে দিত, অর্থাৎ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।