Drone: ভারত–বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে কালিয়ানী গ্রামে চাষের জমিতে ড্রোন উদ্ধার

0
908

দেশের সময় , পেট্রাপোল: ফাঁকা জমিতে পড়েছিল পাখার ব্লেড লাগানো একটি যন্ত্র।

কাছে গিয়ে বাসিন্দারা দেখেন সেটি একটি ড্রোন। খবর যায় পুলিশে। তাঁরা এসে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেটি একটি বিদেশি ড্রোন বলেই তাদের সন্দেহ। সীমান্ত লাগোয়া পেট্রাপোলের কালিয়ানি গ্রামে শনিবার সকালের এই ঘটনা নিয়ে চিন্তার ভাঁজ পুলিশ ও প্রশাসনের কপালে। 

স্থানীয় বাসিন্দা পঙ্কজ সরকার বলেন ,, এদিন সকাল ৬ টা নাগাদ কালিয়ানিতে তার জমিতে ড্রোনটি পড়েছিল। ফাঁকা জমিতে এরকম একটি ড্রোন দেখে স্বাভাবিকভাবেই কৌতুহলী এলাকার মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। আসে পুলিশ।

পুলিশে সূত্র জানাগিয়েছে, প্রায় এক কেজির কাছাকাছি জিনিস বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ড্রোনটির। যেহেতু ঘটনাস্থল থেকে আন্তর্জাতিক ভারত–বাংলাদেশ সীমানা খুব একটা দূরে নয়, তাই স্বাভাবিকভাবেই পুলিশ চিন্তিত। ওই সূত্রটি জানিয়েছে, আপাতত ড্রোনটি বিদেশি মনে হলেও আরও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত সেটি সীমান্তের ওপার থেকে এসেছে না এখানকার কোনও বাসিন্দা ছেড়েছিলেন সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Previous articleTMC Bangaon : তৃণমূলের গোষ্ঠীকোন্দলে অশান্ত বনগাঁ
Next articleWeather Update: প্রবল শক্তি নিয়ে সোমবারেই আছড়ে পড়বে ‘অশনি’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here