Drama Festival: ‘আজব কথা’ !ঢোল বাজিয়ে নাটকে ‘ক্যামেলিয়া- র’ ‘অকপট গায়ক’ চরিত্রাভিনয়ে মঞ্চ মাতালেন

0
521

দেশের সময় : 6 সেপ্টেম্বর 2023 বুধবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় বহরমপুরের ‘কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন অ্যাকশন (ক্যামেলিয়া)’ সংস্থা আয়োজিত একদিনের মনোজ্ঞ নাট্যোৎসব আয়োজিত হোলো।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের শুভ সূচনা করেন কোলকাতার ‘ধুমকেতু পাপেট থিয়েটার’ এর কর্ণধার দিলীপ মন্ডল ‘কোচবিহার ছায়ানীড়’ এর কর্ণধার স্বাগত পাল। নাট্যোৎসবের শুরুতে ‘ক্যামেলিয়া’ নিবেদিত এবং সুজিত কুমার দাস রচিত, সুরারোপিত, অভিনীত ও নির্দেশিত “আজব কথা’ নাটক মঞ্চস্থ হয়।

অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি ঢোল বাজিয়ে নাটকে ‘অকপট গায়ক’ চরিত্রাভিনয় করেন। ‘আজব কথা’ নাট্য রচনাতেও তিনি মুন্সীয়ানার পরিচয় রেখেছেন। এই নাটকে লব ও কুশ চরিত্রে যথাক্রমে ভূমিকা দাস ও ভাগীরথী চৌধুরী, ক ধর্ম ও খ ধর্ম চরিত্রে লাভলী মন্ডল ও পিয়ালী কর, বিদেশী অফিসার ও দেশীয় নেতা চরিত্রে শাশ্বত গাঙ্গুলী, বিদেশী অফিসারের সহকারী চরিত্রে পূজা সাহা এবং দেশীয় নেতার সহকারী চরিত্রে মানসী দাস খুব সুন্দর অভিনয় করেছেন।

আবহ সঙ্গীতে কৌশিক ঘটক আরো মনোযোগী হলে আরো ভালো হবে। ‘নৈহাটি রঙ্গসেনা’র নিবেদনে এবং ধ্রপদ ঘোষ এর নির্দেশনায় একক চরিত্রাভিনয়ে দীপ ভৌমিক অত্যন্ত দক্ষতার সঙ্গে ‘নিঃশূন্য অঞ্চল’ নাটক উপস্থাপিত হয়। এরপর ‘দুষ্টু ছেলে’ ও ‘যুদ্ধ ক্ষেত্রে সৈনিক’ শিরোনামে দুটি অনন্য মূকাভিনয় পরিবেশন করেন ‘কোচবিহার ছায়ানীড়’ সংস্থার নির্দেশক তথা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সিনিয়র ফেলোশিপ প্রাপ্ত বিশিষ্ট মূকাভিনয় শিল্পী স্বাগত পাল। অভিনয় নৈপুণ্যে মূকাভিনয় দুটি আকর্ষণীয় হয়ে উঠেছিলো।

নাট্যোৎসবের শেষ উপস্থাপনা ছিলো কোলকাতার খ্যাতনামা পুতুল নাটক সংস্থা ‘ধুমকেতু পাপেট থিয়েটার’ নিবেদিত এবং দিলীপ মন্ডল পরিকল্পিত ও নির্দেশিত পুতুল নাটক ‘ফেসবুক’। দিলীপ মন্ডল নিজে এবং পিন্টু দে দক্ষতার সঙ্গে পুতুল নাটক মঞ্চস্থ করেন। পরিশেষে দিলীপ মন্ডল অসাধারণ শিল্প নৈপূণ্যে কথা বলা পুতুল শিল্প প্রদর্শন করেন। বহরমপুর ‘ক্যামেলিয়া’র এই নাট্যোৎসবে উপস্থিত দর্শকবৃন্দ ভীষণ আনন্দ অনুভব করেছেন।

Previous articleMamata Banerjee Cabinet Reshuffle : বালু ও বাবুল, নজর দু’য়ের উপর,মমতা মন্ত্রিসভায় রদবদল শীঘ্রই,দফতর অদলবদল ঘিরে জল্পনা শাসকদলের অন্দরে
Next articleDurga Puja:দুর্গোৎসব ২০২৩: কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব – পশ্চিমে কোথায় কি থিম হচ্ছে জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here