Drama: বর্ষ শেষে কোভিড বিধি মেনে গোবরডাঙা রূপান্তর নাট্যোৎসব অনুষ্ঠিত হলো তিন দিন

0
621

দেশের সময়: উত্তর ২৪ পরগনা : করোনার ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা শুরু করেছে সাধারণ মানুষ। করোনার কারণে স্তব্ধ হয়েছিল জনজীবন।ডিসেম্বরের প্রথম দিকে করোনা আক্রান্তের গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরও করেছিল মানুষেরা। যদিও করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ নিয়ে চিন্তায় রয়েছে বিশেষজ্ঞরা। তবে এখনই সেই আশঙ্কায় ভয় না করে ফের স্বাভাবিক জীবন শুরু করতে চলেছে জনসাধারণ।

ঠিক সেই সময় ২৪,২৫,২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হলো গোবরডাঙা  রূপান্তর নাট্যোৎসব’২২ । তিনদিনের এই নাট্যোৎসবের শুভ সূচনা হয় ২৪ ডিসেম্বর  শিল্পায়ন  স্টুডিও থিয়েটারে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট  নাট্য ব্যক্তিত্ব জিতেন্দ্র সিং, আশীষ চট্টোপাধ্যায়, রূপান্তরের প্রাণ পুরুষ শ্যামল দত্ত, গোবরডাঙা পৌরসভার পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ, পুলিশের অফিসার ইনচার্জ কাজল ব্যানার্জী, শশাঙ্ক শেখর দত্ত প্রমুখ। 

করোনা বিধি মেনেই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন নাট্যউৎসব কমিটি।

সকলেই এই উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। এদিন  রূপান্তরের প্রয়াত  সভাপতি  মুকুল বন্দ্যোপাধ্যায় ,  প্রয়াত নাট্য নির্দেশক শুভেন্দু মজুমদার , আলোক শিল্পী কণিষ্ক সেনের স্মরণে  এক মিনিট নীরবতা পালন করা হয়। 

নাট্যোৎসবের দ্বিতীয় দিন  রূপান্তর মুকুল ব্যানার্জী স্বারক সন্মান প্রদান করেন বিশিষ্ট নাট্যকার-অভিনেতা শিবংকর চক্রবর্তীকে। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় । ২৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয় ছোটদের অঙ্কন প্রতিযোগিতা।


উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয়  রূপান্তরের শিশু-কিশোর   নাটক “সুরের জাদু”। নাটক কৌশিক চট্টোপাধ্যায়।নির্দেশনা প্রতাপ সেন।
কৃষ্ণনগর সিঞ্চনের নাটক দূরবীন। গল্পসুত্র শমীক ঘোষ। নাট্যরূপ ও নির্দেশনা সুশান্ত হালদার।

উৎসবের দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় কামাখ্যা গুড়ি আওয়াজ সাংস্কৃতিক ও নাট্য সংস্থার নাটক চক্ষুদান। নাটক গৌতম রায়, নির্দেশনা বিষ্ণুপদ চক্রবর্তী। মঞ্চস্থ হয়  রূপান্তর এর নাটক আমি আগন্তুক। নাটক শিবশঙ্কর চক্রবর্তী। নির্দেশনা শ্যামল দত্ত। উৎসবের শেষদিন মঞ্চস্থ হয় সৃষ্টি সালকিয়ার নাটক ভগবানও ভুল করে।  কাহিনীসূত্র মোহিত চট্টোপাধ্যায়। নাট্যরূপ ও নির্দেশনা হরপ্রসাদ চক্রবর্তী। রূপান্তর নাট্য উৎসবের শেষ নাটক ছিলো ফিনিক কাঁচরাপাড়ার নাটক “বিলাসী বেদনা নয়”। নাটক শান্তনু মজুমদার।নির্দেশনা কাবেরী মুখার্জী। সবকটি নাটক দর্শক প্রশংসিত হয়৷ সবমিলিয়ে জমে উঠেছিলো ২০২১ -এর বর্ষশেষের তিনদিনের গোবরডাঙ্গা রূপান্তর নাট্যউৎসব।

Previous articleউদ্বেগ বাড়িয়ে ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমণ ২হাজার ছাড়াল, ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬
Next articleকল্পতরু দিবস বাঙলির চৈতন্য জাগরণের দিন : ড. কল্যাণ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here