Dostarlimab Cancer Medicine:একটি বিশেষ ওষুধেই উধাও ক্যানসার! রইল বিস্তারিত

0
591

দেশের সময় ওয়েবডেস্কঃ এবার ক্যান্সারের হাত থেকে মুক্তির উপায় খুঁজে পাওয়া গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ! একটি বিশেষ ড্রাগের প্রাথমিক ট্রায়াল থেকে পাওয়া গেল এমনই ইঙ্গিত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন গবেষণাগারে তৈরি একটি ড্রাগ ক্যানসারের বিরুদ্ধে চমকপ্রদ ফলাফল দেখিয়েছে। এই ড্রাগ ক্যানসারের বিরুদ্ধে ১০০ শতাংশ সফল হয়েছে বলে জানা গিয়েছে। এই ওষুধটির নাম ডস্টারলিমাব। 

আরও জানা গিয়েছে, ১৮ জন ব্যক্তি যাঁরা মলদ্বারের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তাঁদের উপর এই ওষুধটি ট্রায়াল করা হয়েছিল। আর এই ট্রায়ালে ব্যাপক সাফল্য পাওয়া গিয়েছে। এর আগে ক্যানসারের চিকিৎসা হিসেবে মূলত কেমোথেরাপি, অপারেশনের পথে হাঁটতে হত। এই সমস্ত চিকিৎসাপদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ করা যেত৷

এরপরেই বিকল্প চিকিৎসা পদ্ধতি যা কর্কট রোগ থেকে সম্পূর্ণ মুক্ত করবে রোগীদের তার খোঁজ করেছিলেন গবেষকরা। জানা গিয়েছে, ওই ১৮ জন ব্যক্তিকে টানা ছয় মাস ডস্টারলিমাব ওষুধ দেওয়া হয়েছিল। এরপর তাঁদের পরীক্ষা করে দেখা গিয়েছে, ক্যানসার থেকে তাঁরা মুক্ত। এন্ডোস্কোপি, এম আর আই করেও জানা যায়, তাঁরা সুস্থ। জানা গিয়েছে US-এর Manhattan-এর মেমোরিয়ালস্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে এই পরীক্ষা করা হয়েছিল।

জানা গিয়েছে, এই ড্রাগ অ্যান্ডিবডির বিকল্প হিসেবে কাজ করে। যে ১৮ জনের উপর এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল তাঁরা আগেও ক্যানসার নির্মূলের জন্য একাধিক চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছিল। কিন্তু, বিশেষ কোনও ফলাফল তাঁরা পাননি। এরপরেই প্রতি তিন সপ্তাহ অন্তর তাঁদের এই ওষুধ দেওয়া হত। দেখা যায় ছয় মাস পর তাঁরা ক্যানসার থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুবই অল্প পরিসরে এই ড্রাগের ট্রায়াল চালানো হয়েছে। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা তা এখনই বোঝা সম্ভব নয়। এই ওষুধ আদৌ ক্যানসার সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।

তবে বিশেষজ্ঞরা এও দাবি করছেন, ডস্টারলিমাব আগামী দিনে ক্যানসার চিকিৎসায় অন্যতম বড় হাতিয়ার হতে পারে। এই ড্রাগ নিয়ে আরও বড় স্তরে গবেষণার প্রয়োজন রয়েছে। এখনও পর্যন্ত ক্যানসারের হাত থেকে মুক্তির জন্য যে সমস্ত ওষুধগুলি নিয়ে গবেষণা হয়েছে তাদের মধ্যে এই ওষুধ সবথেকে বেশি সম্ভাবনাময় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

Previous articleCovid Update: দেশে আছড়ে পড়ল চতুর্থ ঢেউ? দৈনিক করোনা সংক্রমণ ৪১% বৃদ্ধি পেয়ে এক দিনে আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি
Next articleNawbhanga River : বিলুপ্তির পথে বনগাঁর ছয়ঘরিয়ার নাওভাঙা নদী, পূর্ণসংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here