দেশের সময় ওয়েবডেস্কঃ সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়কে ইতিপূর্বে, সোশ্যাল মিডিয়ায় সাইবার ক্রাইমের ফাঁদে পড়তে হয়েছিল। আবারও তেমনই ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকদের কবলে পড়েছে। সেকথা নিজেই শেয়ার করেছেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি) ডোনা লিখেছেন, ‘আমার পুরনো ফেসবুক প্রোফাইলটা আবারও হ্যাক করা হয়েছে। দয়া করে সাবধানে থাকবেন। এই প্রোফাইলের কোনও অ্যাক্সেস আমার কাছে নেই।’ মুহূর্তের মধ্যে ডোনার এই ফেসবুক পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মাত্র এক বছরের মধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল মোট তিনবার হ্যাক করা হয়েছে। ইতিপূর্বে, গত বছর জুন এবং সেপ্টেম্বর মাসেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাকারদের কবলে পড়েছিল। আবার তাঁকে সেই একই সমস্যার মুখে পড়তে হয়েছে। এখানেই শেষ নয়, ২০১৭ সালে তো ডোনা গঙ্গোপাধ্য়ায়ের পাশাপাশি সানার ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই সেইসময় লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ২০২১ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল।
২০২১ সালেও এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। সেইসময় ডোনা এবং সানার পাশাপাশি সৌরভের নামেও ফেসবুক পেজ খুলে একের পর এক পোস্ট করা হচ্ছিল। সেইসময়ও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। শেষপর্যন্ত লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ ওই তিনটে ফেসবুক পেজই বন্ধ করে দিয়েছিল। এবারও কি ডোনা গঙ্গোপাধ্যায়ের পুরনো ফেসবুক প্রোফাইলটা বন্ধ করে দেওয়া হবে? সেটাই এখন দেখার ।