Diamond Harbour :নিরালায় দু’দিনের ছুটি কাটিয়ে আসুন হুগলি নদীর তীরে ঐতিহাসিক শহর ডায়মন্ড হারবার: দেখুন ভিডিও

0
435

অর্পিতা বনিক, ডায়মন্ড হারবার: কলকাতার খুব কাছেই মনোরম বেড়ানোর জায়গা ডায়মন্ড হারবার। দূরত্ব মাত্র ৫০ কিলোমিটারের মতো। উইকএন্ডে ঘুরে আসা যায় সহজেই। হুগলি বা গঙ্গা নদী এখান থেকেই দক্ষিণে মোড় নিয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গিয়েছে। নদীর পূর্ব পাড়ে ছোট্ট শহর এই ডায়মন্ড হারবার। দক্ষিণ ২৪ পরগনার এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

কয়েকশো বছর আগে এই জায়গার নাম ছিল ‘হাজিপুর’। হজযাত্রীদের জাহাজ এখানে নোঙর করা হত। এক সময়ে পর্তুগিজদের ঘাঁটি ছিল এখানে। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হয়। কালক্রমে জায়গার নাম পাল্টে ডায়মন্ড হারবার হয়ে যায়। দেখুন ভিডিও

নদীর ধারে ব্রিটিশরা গড়ে তুলেছিলেন বিশাল দুর্গ। কেল্লার নিরাপত্তার জন্য কামান রাখা হয়েছিল। ছিল বিশাল লাইট হাউজ, ওয়াচ টাওয়ার। চিংড়িখালি দুর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এটি। স্থানীয় মানুষেরা এটিকে ‘পুরাতন কেল্লা’ বলেই ডাকেন। কারো কারো মতে, এই দুর্গ ব্রিটিশরা নয়, পর্তুগিজরা তৈরি করেছিলেন। যাই হোক, এখন কেল্লার কোনো অস্তিত্ব নই। রয়ে গেছে কিছু স্মৃতি এবং নস্টালজিয়া।

বর্ষার মরসুমে ডায়মন্ড হারবার অপরূপ হয়ে ওঠে। গঙ্গা তখন অনেক বেশি সতেজ এবং সবুজ। বর্ষাকালে ডায়মন্ড হারবারে এসে টাটকা ইলিশ খাওয়ার মজাই আলাদা। পর্যটকরা বাড়ির জন্য তাজা ইলিশ সংগ্রহ করে নেন এখান থেকে। অক্টোবর থেকে মার্চ – এই সময়টায় বন্দর শহরটির অন্যরকম রূপ দেখতে পাবেন। সারা বছরই এখানে ঘুরতে আসা যায়। পিকনিক স্পট হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবার। নদীর ঢেউ এবং নৌকোর আনাগোনা দেখে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। এছাড়া গঙ্গাবিহারের সুযোগ তো আছেই। সূর্যোদয় এবং সূর্যাস্তের মোহময় দৃশ্য চাক্ষুষ করতে ভুলবেন না।

কোথায় কোথায় যাবেন
কাছাকাছি রয়েছে আরও কয়েকটি পর্যটনস্থল। যেমন – ফলতা, বকখালি, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, গঙ্গাসাগর। এছাড়া সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমেও ঘুরে আসেন ভ্রমণার্থীরা।

কীভাবে যাবেন
শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে ডায়মন্ড হারবার স্টেশনে নামতে হবে। দেড় ঘণ্টার মতো সময় লাগবে। সড়কপথে কলকাতা থেকে ঘণ্টা দুয়েক ড্রাইফ করে ডায়মন্ড হারবার রোড ধরে এই ছোট্ট শহরে চলে যেতে পারেন। এসপ্ল্যানেড থেকে ডায়মন্ড হারবার যাওয়ার বাস পাওয়া যায়।

কোথায় থাকবেন
ডায়মন্ড হারবারে গিয়ে ভ্রমণ সেরে একদিনেই ফিরে আসা যায়। তবে ইচ্ছে করলে আপনি সেখানে কয়েকদিন থাকতেও পারেন। ডায়মন্ড হারবারে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের
সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। সেখানেই মনের আনন্দে কিছুদিন বন্ধু-বান্ধব-পরিবারকে নিয়ে কাটাতে পারেন। এছাড়া বেশ কিছু বেসরকারি হোটেল এবং রিসর্টও আছে।

Previous articleDelhi: দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত দিল্লিতে, ফের ৪০ ডিগ্রির দাবদাহের ধাক্কা দক্ষিণবঙ্গে
Next articleBus Accident:বৈষ্ণোদেবী যাওয়ার পথে ৭৫ যাত্রী নিয়ে সেতু থেকে ছিটকে নীচে পড়ল বাস! জম্মুতে দুর্ঘটনা, মৃত্যু অন্তত ১০ জনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here