Dhaka City যানজটের শহর ঢাকা এখন গড়ের মাঠ !

0
110
জাকির হোসেন, ঢাকা:

ঈদুল আজহার ছুটিতে কাজ, পড়ালেখা ও বিভিন্ন সূত্রে আসা বাংলাদেশের রাজধানী ঢাকার অস্থায়ী বাসিন্দা ছাড়াও বহু স্থায়ী বাসিন্দা পরিবারের অন্য সদস্য ও আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ শহরে-গ্রামে গেছেন। লাখো মানুষের সাময়িক এই ঢাকা ত্যাগের ফলে বিশ্বের অন্যতম যানজটের নগর ঢাকা এখন অনেকটাই ফাঁকা। চিরচেনা সড়কে দেখা যায়নি যানজট। কয়েকটি গণপরিবহন চললেও অনেকটা ফাঁকা সিট নিয়েই ছুটছে।

মঙ্গলবার (১৮ই জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বাংলামোটর, কারওয়ান বাজার, মিরপুর রোড, পুরান ঢাকা, গাবতলী, শনির আখড়া, রামপুরা ও পল্টন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি কম। তবে কিছু ব্যক্তিগত যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করছে। রাস্তায় বের হওয়া মানুষজন জানান, ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় এক ঘণ্টার রাস্তা ১০ থেকে ১৫ মিনিটেই যাওয়া যাচ্ছে।

গাবতলী থেকে বাসে উঠে ১৫ মিনিটে কারওয়ান বাজার এলাকায় পৌঁছেছেন মহিব উল আলম। তিনি বলেন, ‘অন্য দিনগুলোতে ঢাকা ব্যস্ত থাকে এজন্য ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছি। কারণ অনেকে গ্রামে ঈদ করতে গেছেন। রাজধানীতে মানুষের চাপ নেই।’

এদিকে ফাঁকা ঢাকায় অনেকে রিকশায় ঘুরতে বের হয়েছেন। মিরপুর এলাকা থেকে স্ত্রী শিল্পী ইসলাম, দুই সন্তান ইরাম ও ওয়ানিয়াকে নিয়ে রিকশায় করে ঘুরতে বেরিয়েছেন করপোরেট চাকরিজীবী জহিরুল ইসলাম৷ তিনি বলেন, ‘এবার ঈদে গ্রামে যাইনি। ঢাকার ফাঁকা রাস্তায় পরিবার নিয়ে বের হয়েছি৷ ঘুরতে ভালো লাগছে। বাস, গাড়িসহ সব ধরনের গণপরিবহন একদম কম, শব্দদূষণও তাই কম৷ এরকম পরিবেশে রিকশায় ঘোরার সৌভাগ্য আমাদের শুধু বছরের দুই ঈদেই হয়৷’

ঢাকার মোহাম্মদপুর থেকে ছেড়ে আসা একটি বাসের চালক নীরব হোসেন বলেন, ‘এখন রাস্তায় গাড়ি কম, যাত্রীও তেমন নেই। তারপরও কিছু যাত্রী পাওয়া যাচ্ছে, সেজন্য গাড়ি নিয়ে বের হয়েছি।’

প্রসঙ্গত, বাংলাদেশে এখন ঈদুল আজহার ছুটি চলছে৷ পুরো দেশ ঈদ উদযাপন করছে সাড়ম্বরে৷ ঈদের ছুটি শেষ হবে ১৯ জুন বুধবার৷ মূলত ঈদের এই ছুটি শেষ হলে পরেই ধীরে ধীরে ঢাকায় আবার জনসমাগম হতে শুরু করবে৷ বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৪ অনুসারে, যানজটের শহর হিসেবে বিশ্বে চতুর্থ স্থান বাংলাদেশের রাজধানী ঢাকার৷ শুধু তা-ই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে শহরটি। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে দিল্লি। প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল শহর লেগোস৷

Previous articlePoet Ashim Saha Passed Away দুই বাংলার জনপ্রিয় কবি অসীম সাহা চলে গেলেন না-ফেরার দেশে
Next articleSaregamapa: বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে সারেগামাপা-এর মঞ্চে বনগাঁর মেয়ে সৃজিতা,দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here