দেশের সময়, ঘাটাল: আরজি কর কাণ্ডে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে চলেছে বিরোধীরা। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। দোষীদের কঠোর শাস্তি চাইছে শাসকদলও। ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল বিধানসভায় পাশ হয়েছে। আরজি করের ঘটনার নিন্দা করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই।
এমনটাই মনে করেন তৃণমূল সাংসদ দেব। বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে নিজের এই মনোভাবের কথা জানালেন তৃণমূল সাংসদ দেব।
এদিন ঘাটালে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের সমাবেশে বক্তব্য রাখেন দেব। আরজি করের নির্যাতিতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে টেনে আনলেন কন্যাশ্রী-রূপশ্রীর মতো প্রকল্পের কথাও। একই সঙ্গে তোলেন কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্পের কথাও। বলেন, “এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই যদি না আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি। সব দলকে নিয়ে একটা বৈঠক ডেকে আলোচনা করা উচিত কেন্দ্রের। এটা কীভাবে আটকানো যায়, কী করা উচিত,অপরাধীদের কী শাস্তি দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা দরকার।”
এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। তীব্র প্রতিবাদ জানানো উচিত এই নিন্দনীয় ঘটনার। এরপর আর কোনও মেয়ের নাম যাতে তিলোত্তমা না রাখতে হয় সেটার ব্যবস্থা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় দেখেছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলেছেন। আবার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন।
রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করছে। এটা বাংলা বা কোনও রাজ্যের সমস্যা নয়। এটা গোটা দেশের ইস্যু।’
সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, “শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি। এই আন্দোলনকে এমন ভাবে দেখতে চাই যে, ভারতের মানুষ ১০০ বছর মনে রাখবে। তারা মনে রাখবে এই আন্দোলনের হাত ধরেই ধর্ষণ-বিরোধী আইন হয়েছে। এই আন্দোলনের পর আর কারও নাম তিলোত্তমা দিতে হয়নি। তাহলেই আন্দোলনের জয় হবে। আন্দোলনকারীদের জয় হবে।” একইসঙ্গে তিনি বলেন, বাংলা সরকারকে ফেলে দেওয়া কিংবা অস্বস্তিতে ফেলার সময় নয় এটা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে যেভাবে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের কথাও তুলে এনেছেন দেব তাতে বেশ কিছুটা অবাক হয়েছেন উপস্থিত দর্শকরা। রাজ্যের এই দুই প্রকল্পের সঙ্গে দেব অবশ্য কেন্দ্রের ‘বেটি বাঁচাও’ প্রকল্পের উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার ডাক দেন।
বুধবার ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সাংসদ দেব। প্রথমে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন বিষয়ে রোগী কল্যাণ সমিতির সঙ্গে আলোচনা করেন। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস মেশিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তারপর জনতার দরবার ও ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পথবাতির উদ্বোধন করেন তৃণমূল সাংসদ।