Dev in CBI office: গরু পাচার কাণ্ডে সিবিআই তলব, হাজিরা দিতে এলেন দেব,শুরু জিজ্ঞাসাবাদ

0
495

দেশের সময় ওয়েবডেস্কঃ  সিবিআইয়ের তলবে হাজিরা দিলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী তথা দেব। আজ, মঙ্গলবার সকালে নিজাম প্যালেজে পৌঁছেছেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডে জেরার জন্য তাঁকে নোটিস ধরিয়েছিল সিবিআই। ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। সেই মতোই আজ এলেন তিনি।

বহুদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল, গরু ও বেআইনি কয়লা পাচারের টাকা টলিউডে খাটছে। সেই টাকা ছবি প্রযোজনার কাজে ব্যবহার করে সাদা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমনকী বিরোধীরা অনেকে অভিযোগ করেন মুর্শিদাবাদের এক নেতার সঙ্গে টলিউডের এক প্রযোজকের দহরম-মহরম সম্পর্ক।

তবে ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারীর বিরুদ্ধে স্পষ্ট ও নির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সিবিআই সূত্রে শুধু এটুকুই জানা গিয়েছে যে বেআইনি গরু পাচার কাণ্ডের তদন্তের সূত্রেই তাঁকে তলব করা হয়েছে।

সেই সঙ্গে এও জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে যাঁদের জেরা বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা অনেকেই কোনও না কোনও প্রসঙ্গে দেবের নাম করেছেন। সেই সব তথ্যকে সামনে রেখেই দেব জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই কর্তারা।

একুশের বিধানসভা ভোটের আগে বেআইনি গরু ও কয়লা পাচার কাণ্ড নিয়ে তদন্তে সিবিআই এবং ইডির তৎপরতা দেখা গিয়েছিল। ভোটের পর দৃশ্যত ততটা সক্রিয় দেখা যায়নি দুই কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে। কিন্তু হালফিলে ফের সিবিআইকে কিছুটা তৎপর দেখা যাচ্ছে।
এ ব্যাপারে অবশ্য দেব এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। আজ জেরার পরে কী জানা যায়, সেদিকেই তাকিয়ে সকলে।

Previous articlePrimary School Reopening: ছোটদের স্কুল খুলছে, প্রধান শিক্ষকদের জন্য থাকছে বিশেষ নির্দেশ
Next articleWeather :বসন্ত এসে গেছে বাংলায়! হাওয়া অফিসের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here