Dev-Anupam Kher:দেব-দর্শনে আপ্লুত অনুপম খের! সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করে লিখলেন ক্যাপশন

0
411

দেশের সময় , ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকালে দেবের সঙ্গে দু’টি ছবি তিনি পোস্ট করেন ফেসবুকে। তাতে লিখেছেন, “বাংলার অভিনেতাদের মধ্যে আমার অন্যতম প্রিয় তারকা দেব। কলকাতা বিমানবন্দরে ওঁর সঙ্গে দেখা হল। দেব ও তাঁর টিমকে আগামী ছবি ‘বাঘা যতীন’-এর জন্য অগ্রিম শুভেচ্ছা। এই ছবিটি হিন্দিতেও মুক্তি পাবে।”

ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় ফেসবুকে। দেবের অনুরাগীরা তা শেয়ার করে অনুপম খেরকে ধন্যবাদ জানান বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য। এরপর রাতের দিকে দেব নিজেও অনুপম খেরের সেই পোস্ট শেয়ার করেন।

সঙ্গে ক্যাপশনে লেখেন, “আপনাকে অনেক ধন্যবাদ স্যার! আপনার মত এমন নম্র, বিনয়ী তারকা এই প্রথমবার সামনে থেকে চাক্ষুস করলাম। এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে।”

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি ‘বাঘা যতীন’। হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই ছবিটি মুক্তি পাবে গোটা দেশজুড়ে। পরিচালক অরুণ রায় খুবই যত্ন নিয়ে বানিয়েছেন তাঁর এই ম্যাগনাম ওপাস। এবার সেই ছবি নিয়েই অভিনেতা দেবকে শুভেচ্ছা জানালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷

উল্লেখ্য, বহু বছর ধরেই দেব মশালা কমার্শিয়াল ছবি ছেড়ে ছকভাঙা চরিত্রে অভিনয় করছেন। যা বারবার দর্শকদের নজরও কেড়েছে। একসময় যাকে দেখা যেত ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’র মত হার্ডকোর কমার্শিয়াল ছবিতে, আজ তিনি অভিনয় করছেন ‘প্রজাপতি’, ‘বাঘা যতীন’-এ। এর আগে চাঁদের পাহাড়ের শঙ্কর বা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তিনি। এবার বাঘাযতীন হয়ে দেব কতটা দর্শকদের কাড়তে পারেন, সেটাই দেখার।

Previous articleBonga to Digha SBSTC Bus: পুজোর আগেই দারুণ সস্তায় বনগাঁ থেকে দিঘা পৌঁছন এবার, চালু হল নতুন বাস পরিষেবা
Next articlePhotography: ফোটোগ্রাফি পেশায় যুক্ত চিত্র গ্রাহকদের কাজের স্বীকৃতির দাবিতে সম্মেলন বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here