Dance জেলা থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতাচ্ছেন মধ্যমগ্রামের ক্ষুদে নৃত্য শিল্পী আরাধ্যা: দেখুন ভিডিও

0
612
হীয়া রায়, দেশের সময়

মধ্যম গ্রাম: তখন তার বয়স মাত্র ৩ বছর । হঠাৎ বায়না ধরে মঞ্চে নাচ করবে সে । সেই সময় তার পাড়ার দুর্গা পুজোর নৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে জোড়কদমে। যেখানে সবাই তখন প্রায়  দু’ মাস ধরে তাঁদের অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তখন তাদের সঙ্গেই নাচবে বলে জেদ চেপে ধরে সে ।  সেই সময়  অস্থায়ী নৃত্য গুরুর কাছে গিয়ে অনুরোধ করা হয় তাকে যদি কোন ভাবে পেছনের সারিতে রাখা যায়। কিন্তু তিনি তাতে রাজি হন না । বলেন এটা কি করে সম্ভব। বেশ কয়েক বার অনুরোধ করার ফলে শেষে তিনি রাজি হন এবং মঞ্চে নাচ করার জন্য প্রথম সুযোগ পায় ক্ষুদে নৃত্য শিল্পী আরাধ্যা । সেই শুরু হল তার পথ চলা। আজ সেই ছোট্ট আরাধ্যা নৃত্য দলের পেছনের সারি থেকে সামনের সারিতে দাঁড়ানো ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আরাধ্যা বনিক।

গত ১২ জুন নেপালের রাজধানী কাঠমুন্ডুর রাষ্ট্রীয় নাচ ঘরে অনুষ্ঠিত 5th মাউন্ট এভারেস্ট ইন্টারন্যাশনাল মিউজিক এন্ড ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ 10-13 ক্যাটাগরিতে ক্লাসিকাল নৃত্যে স্বর্ণপদক জয় করে ফিরেছে তার বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিবেকানন্দনগরে। দেখুন ভিডিও

মধ্যমগ্রাম গার্লস স্কুলের ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাধ্যা। এর আগে আসানসোল থেকে জেলা পর্যায়ে  এবং ১১ জানুয়ারি ২০২৫ গুজরাটে জাতীয় পর্যায় ও গোল্ড মেডেল জিতে বর্তমানে নেপালে আন্তর্জাতিক পর্যায়ে ডাক পায়। এবং সেখান থেকেও গোল্ড মেডেল জিতে আসে।

চার বছর বয়সে প্রথম তার নৃত্য গুরু মধুমিতা ভট্টাচার্যের কাছে তালিম নেওয়া শুরু করে সে। ২০২০-২১ সাল করোনার কারণে সবকিছুই বন্ধ থাকার ফলে নৃত্য গুরুর কাছে না যেতে পারলেও ঘরে অনুশীলন চালিয়ে গেছেন আরাধ্যা। সময় ও সুযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে।

সম্প্রতি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় ডাক পেয়েছে আরাধ্যা । এবার থাইল্যান্ডে এশিয়া কাপ করতে যাওয়ার সুযোগও এসেছে তার সামনে। এই সম্পূর্ণ যাত্রায় তার  পাশে ছিলেন নৃত্য গুরু মধুমিতা ভট্টাচার্য এবং স্বর্ণাভ চক্রবর্তী। এছাড়াও শিল্পীর পাশে রয়েছে সমাজসেবী সংগঠন মধ্যমগ্রাম সৃষ্টির পথে ।

মধ্যমগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আরাধ্যার ইচ্ছে পড়াশোনার পাশাপাশি নাচ নিয়ে আরো অনেক দূর এগোতে চায়। ক্ষুদে নৃত্য শিল্পী আরাধ্যা নৃত্যের মাধ্যমে পৃথিবী জয় করুক চাইছেন তার আত্নীয় পরিজন সহ এলার মানুষ ।

Previous articlePhotography Exhibition ছাত্র-ছাত্রীদের তোলা ছবি দিয়ে অরিজিৎ সাহার চিএ প্রদর্শনী গ্যালারি গোল্ডে: দেখুন ভিডিও
Next articleLocal Train এবার ১৬ কোচের লোকাল ট্রেন চালুর পরিকল্পনা রেলমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here