Daily Horoscope:কোন কোন রাশির জাতকদের আজকের দিন কেমন যাবে দেখুন রাশিফল

0
569

মেষ/ARIES
নির্যাতন। শিক্ষার ক্ষেত্রে এটি ভাল সময়। পতনাশঙ্কা। পশু দংশন। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। ঋণমুক্তি। মিশ্রফল। 

বৃষ / TAURUS
ব্যাধি থেকে মুক্তি। শিক্ষার্থীদের জন্য কঠিন সময়। লটারিতে অর্থপ্রাপ্তি। সৎকর্মে অর্থ ব্যয়। জনসেবায় ব্যস্ত। হতাশা থেকে মুক্তি। নব পরিকল্পনার যোগ রয়েছে।

মিথুন GEMINI
মিথ্যাপবাদ। অযথা ঝামেলায় জড়াবেন না। উদরপীড়া। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ক্রোধ এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। 

কর্কট CANCER । সমস্যা বৃদ্ধি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যস্ততা থাকবে। কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়।

সিংহ LEO
শিরপীড়া। সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। অনুতপ্ত হবেন। সন্তানের সাথে বিরোধ। প্রাপ্তিযোগ রয়েছে। দ্রব্যের অপচয়। পরীক্ষায় কঠোর পরিশ্রমে ভাল ফলাফল হবে।  

কন্যা VIRGO
বন্ধুপ্রীতি। নৈতিক অবনতি। আপনার মনের মানুষ খুশি হবে। মর্যাদা লাভ। আয় বৃদ্ধির যোগ। বহু পুরনো সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যহানি। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। জলযানে বিপদ। 

তুলা LIBRA
শক্তির অপচয়। পারিবারিক অশান্তি  মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রফুল্লতা। নব কর্মারম্ভ। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। গৃহবিবাদ।

বৃশ্চিক SCORPIO
নব প্রচেষ্টা। পারিবারিক সুখ।  আকস্মিক ব্যয় হবে। প্রতারণায় ক্ষতি। বিনিয়োগে উপকারী হবে। বন্ধু বিয়োগ হতে পারে। পিতার পরামর্শে উন্নতি।  বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। 

ধনু SAGITTARIUS
কলানুরাগ। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। অভীষ্ট পূরণ। সমৃদ্ধি যোগ। দৃঢ়প্রতিজ্ঞ হন। গোলযোগের আশঙ্কা। গৃহে চুরীর সম্ভবনা।

মকর CAPRICORN
বিপদ আসন্ন। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। ঈর্ষান্বিত। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। জনসেবায় ব্যস্ত। কেরিয়ারে পরিবর্তন হবে। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে।

কুম্ভ AQUARIUS
আত্মীয় বিবাদ। সাহসিকতা প্রদর্শন। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ব্যবসায়ীদের জন্য শুভ। কর্মে অনীহা। ধার্মিক দিকে মন যেতে পারে। দাম্পত্য কলহ।
 

মীন PISCES
ভ্রান্ত সিদ্ধান্ত। অর্থলাভের সম্ভাবনা। প্রতিভার বিকাশ। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে। সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরষ্কার প্রাপ্তি।  

Previous articleবুধবার থেকেই পড়ুয়াদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেবে রাজ্য! কী ভাবে পাবেন জানুন
Next articleWeather Update : ভারী বৃষ্টি হবে কী ? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here