Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন?

0
526

মেষ/ARIES
উচ্চাশায় ক্ষতি। কলানুরাগ। সমস্যার সৃষ্টি হতে পারে। প্রণয়াসক্তি। ধন ও মান বৃদ্ধি। দাম্পত্য সমস্যা। উৎপাদন বৃদ্ধি। অন্যের জন্য ব্যয়। ভোগবিলাস। অভীষ্ট পূরণ।

বৃষ / TAURUS
বিপদ মুক্তি। অর্থ ও যশ লাভ। ব্যবসায়ীদের জন্য শুভ। বন্ধু লাভ। বদলির সম্ভাবনা। আর্থিক সমস্যা দূর হবে। দন্তরোগে কষ্ট। শুভ যোগাযোগ। মানসিক তৃপ্তি। সৌভাগ্য বৃদ্ধি।  

মিথুন GEMINI
অম্লরোগ। শিক্ষার ক্ষেত্রে এটি ভাল সময়। সম্পত্তির সংস্কার। ভেবে চিন্তে যে কোনও কথা বলুন আজ। সমৃদ্ধি যোগ। নির্ভীকতা প্রদর্শন। কর্মে খ্যাতিলাভ। স্বাস্থ্যের দিকে নজর দিন। 

কর্কট CANCER
বিপথে চালিত। মধুর কথাবার্তায় ফল লাভ। গোলযোগের আশঙ্কা। হৃদরোগে কষ্ট। বিপদাশঙ্কা। আর্থিক ক্ষতি। মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা।পরনির্ভরতা। গৃহবিবাদ।  আকস্মিক ব্যয় হবে।

সিংহ LEO
বন্ধু বিয়োগ। সঠিক সিদ্ধান্ত গ্রহণ। অসৎ সঙ্গে ক্ষতি। জলযানে বিপদ। ব্যস্ততা থাকবে। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। পারিবারিক সুখ। বাসনা পূরণ। গোলযোগ। চাকুরীক্ষেত্রে উন্নতি।

কন্যা VIRGO
আইনি ঝামেলা। কর্মে অনীহা। সফল প্রচেষ্টা। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। দুশ্চিন্তা বৃদ্ধি। ঋণ পরিশোধ। সঞ্চয় যোগ। সমস্যা বৃদ্ধি। বিপদাশঙ্কা। পত্নীবিবাদ। কার্যে অনিহা।

তুলা LIBRA
মতবিরোধ। চিকিৎসায় বাধা। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। দুর্ঘটনায় যোগ। বিপদের আশঙ্কা। প্রেমের জন্য ভাল সময়। পারিবারিক জীবন ভাল থাকবে। যাত্রায় বিঘ্ন আসতে পারে।  

বৃশ্চিক SCORPIO
ন্যায্য প্রাপ্তি লাভ। ভুল বোঝাবুঝি। রাজনৈতিক সংঘর্ষ। জনসেবায় শ্রমদান। নব কর্মারম্ভ। কেরিয়ারে সাফল্য। ঔদ্ধত্যে ক্ষতি।  দুঃসংবাদ। বিশ্বাসঘাতকটা। বিনিয়োগ লাভ। অর্থক্ষতি। প্রবঞ্চনা।

ধনু SAGITTARIUS
কর্মস্থলে জটিলতা। শিরঃপীড়া। অর্থাগম হতে পারে। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।

মকর CAPRICORN
অস্ত্রোপচারে সাফল্য। ভ্রমণকালে বিপদ। মহিলা দ্বারা প্রতারিত। পরিকল্পনায় সফল। শরিকি দ্বন্দ্ব। বাতজবেদনা। মানহানি। জনপ্রিয়তা অর্জন করতে পারেন।  নৈতিক অবনতি। অলসতা বৃদ্ধি। 

কুম্ভ AQUARIUS
শিরঃপীড়ায় কষ্ট। পৈতৃকসূত্রে লাভ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। প্রতিযোগিতায় সাফল্য। স্বাস্থ্যের উন্নতি। চিত্তবিক্ষেপ। অভীষ্টসিদ্ধি। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

মীন PISCES
ব্যবসায় শত্রু বৃদ্ধি। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। কর্মে অনীহা। প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। প্রফুল্লতা। আইন আদালত এড়িয়ে চলুন। নব উদ্যোগ।
 

Previous article‘‌গুরুদ্বারে এলে মন শান্ত হয়ে যায়, মমতা, ওঁরা বললেন ‘দিদি দিল্লি যেতে হবে!’
Next articleWeather Forecast : রাজ্যে নিম্নচাপের ভ্রূকুটি, হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here