Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল

0
496

মেষ/ARIES
পিত্তরোগে কষ্ট। পদোন্নতি। বন্ধু বিচ্ছেদ। চাকুরীর সুযোগ। মতান্তর। চঞ্চলতা বৃদ্ধি। অপযশ। সঞ্চয়ের সুযোগ আসবে। আনন্দলাভ।

বৃষ / TAURUS
আর্থিক অনটন। বিশ্বাসঘাতকরা। দাম্পত্য সুখ মিলবে। উদাসভাব। সঠিক সিদ্ধান্তে লাভ। সুখকর বদলি। বিজ্ঞানীদের সাফল্য। বিবাহিতরা সম্পত্তি বিরোধ। 

মিথুন GEMINI
কলানুশীলন। নতুন চাকরীর সুযোগ।ব্যবসায় জটিলতা। নৈরাশ্য থেকে মুক্তি। বিদ্যার্থীদের জন্য শুভ। আশা পূরণ। জীবানু সংক্রমণ। অস্থিরতা বৃদ্ধি। অর্থনৈতিক লাভ হবে।  

কর্কট CANCER
ক্লেশ ভোগ। ধর্মে মতি। বিশ্বাসঘাতকটা। জলপথে বিপদ। ব্যবসায় মন্দাভাব। পরীক্ষায় সফলতা। চিকিৎসা বিভ্রাট। পারিবারিক সমস্যা। অহেতুক অশান্তি। প্রেমে বিঘ্ন আসবে। 

সিংহ LEO
আশা পূরণ। শেয়ার ব্যবসায় লাভ। দাম্পত্য সুখ। মনোরথ সিদ্ধি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ভাতৃবিয়োগ। অবৈধ প্রণয়। জীবাণু সংক্রমণ। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। 

কন্যা VIRGO
প্রতিযোগিতায় সাফল্য। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। নব উদ্যোগ। শ্রীবৃদ্ধি। অম্লরোগ। ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কর্মে ব্যঘাত। ক্ষতি হওয়ার সম্ভবনা। অর্থাগম। 

তুলা LIBRA
ঋণ পরিশোধ। স্বাস্থ্যোন্নতি হবে। উদাসভাব। উদরপীড়া। ক্রোধ এড়িয়ে চলুন। কৃষিতে লাভ। স্বাস্থ্যের উন্নতি। প্রতিভার বিকাশ। কর্মে খ্যাতি লাভ। পরোপকারে আনন্দ। 

বৃশ্চিক SCORPIO দুশ্চিন্তা বৃদ্ধি। রাজনৈতিক সংঘর্ষ। বিপদের আশঙ্কা। অর্থাগম হতে পারে। নিরাশা। নতুন বন্ধুলাভ। চিন্তা কমবে। পৃষ্ঠবেদনা। স্বার্থত্যাগ। সুনাম বৃদ্ধি হবে। আত্মীয় সমস্যা। 

ধনু SAGITTARIUS
নিরানন্দ। অর্থ সংকট। দ্রব্যের অপচয়। সৌভাগ্য বৃদ্ধি। সাহসীকতা প্রদর্শন। ব্যাধি থেকে মুক্তি।বন্ধু দ্বারা ক্ষতি। পিতৃবিরোধ। শত্রু ভয়। কর্মে বিভ্রাট। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। 

মকর CAPRICORN
ব্যবসায় জটিলতা। সাহসের অভাব। বিরক্তিভাব। পুরস্কার প্রাপ্তি। দুর্বুদ্ধি। ক্রমোন্নতি। অযথা ব্যয়। প্রবঞ্চনা বিপর্যয়। সঞ্চিত অর্থ ব্যয়। ব্যয় বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক দিক দিয়ে এটি ভাল সময়।

কুম্ভ AQUARIUS
প্রবঞ্চনার স্বীকার। ক্রোধান্বিত। অনুগ্রহ লাভ। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। রাজনৈতিক বিবাদ। মান -যশ প্রাপ্তি। মনোবাঞ্ছা পূরণ। ঋণ পরিশোধ। পতনাশঙ্কা। 

মীন PISCES
যাত্রায় বিঘ্ন। ব্যয়বাহুল্য। অর্থ প্রাপ্তি। বুদ্ধিশ্রম। সহকর্মী বিবাদ। ইগো দূরে রাখুন। প্রতিযোগিতায় সাফল্য। স্বার্থত্যাগ। স্বাস্থ্যের দিকে নজর দিন। অনুরাগ বৃদ্ধি। সমস্যার সমাধান। প্রতিপ্রত্তি লাভ। সুপরামর্শে লাভ। 

Previous articleArunita kanjilal (Indian idol)সুরেলা কন্ঠেই হৃদয়হরণ- অরুণিতার ,বনগাঁর বাড়িতে ফিরতেই সংবর্ধনার ঝড়
Next articleগভীর রাতে নুসরত হাসপাতালে? শুভক্ষণের অপেক্ষায় সঙ্গে যশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here