Daily Horoscope: সিংহ রাশির দুর্ঘটনায় যোগ,তুলা রাশির জাতকের সহযোগিতায় লাভ

0
705

মেষ/ARIES
জনসেবায় ব্যস্ত। উৎফুল্লতা। অমনোযোগী। বন্ধুর সহায়তা লাভ হবে।  ধনাগম। আনন্দ সংবাদ। শক্রির অপচয়। বিপদাশঙ্কা। হঠাৎ প্রাপ্তি। প্রতিপত্তি লাভ। 

বৃষ / TAURUS
সমস্যা বৃদ্ধি। গৃহে চুরির সম্ভাবনা। স্বাস্থ্যহানি। কেরিয়ারে উন্নতি। মনোমালিন্য। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। আশা পূরণ। ক্রোধে ক্ষতি। গৃহসংস্কারে ব্যয়। 

মিথুন GEMINI
প্রতিযোগিতায় সাফল্য। পরোপকারে শান্তি লাভ হবে। সমস্যার সমাধান। পত্নীবিরহ।উদ্বেগ বৃদ্ধি। রাস্তাঘাতে সাবধানে চলাচল করুন। সাহসিকতার প্রদর্শন। বিলাসিতা। 

কর্কট CANCER
ব্যবসায় মন্দা। সুপরামর্শে লাভ। দাম্পত্য কলহ। সম্পত্তি ক্রয়। স্বাস্থ্যের দিকে নজর দিন। মনঃকষ্ট। পতনাশঙ্কা। অযথা ব্যয়। চৌর্যহেতু ক্ষতি। দাম্পত্যে সুখ। আত্মীয় বিবাদ।  

সিংহ LEO
দুর্ঘটনায় যোগ। ভুল বোঝাবুঝি। কর্মে খ্যাতিলাভ। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। নাম- যশ বৃদ্ধি। শিক্ষায় অগ্রগতি। কার্যে অনিহা। মানসিক তৃপ্তি। দর্শণ ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ দেখা দিতে পারে। 

কন্যা VIRGO
কর্মে সুখ্যাতি। অসৎসঙ্গে ক্ষতি। মানসিক ক্লেশ। জীবানু সংক্রমণ। চাকুরীক্ষেত্রে উন্নতি। ইগো দূরে রাখুন। এই মাস বিনিয়োগের জন্য ভাল। চিন্তান্বিত। আত্মীয় সমস্যা। পত্নীবিবাদ। 

তুলা LIBRA
সহযোগিতায় লাভ। জলযানে বিপদ। অভীষ্ট পূরণ। সমৃদ্ধি যোগ। অপমানিত। বিপদ আসন্ন। উগ্রতাবৃদ্ধি। সম্মানহানি। কর্মক্ষেত্রে অনুশোচনা বোধ করবেন। উৎসাহ বৃদ্ধি।

বৃশ্চিক SCORPIO
কর্মে ব্যঘাত। ক্ষতি হওয়ার সম্ভবনা। আরোগ্যলাভ হবে। ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। শ্লেষ্মা বৃদ্ধি। ঋণ পরিশোধ। সঞ্চয় যোগ।

ধনু SAGITTARIUS
গৃহ সমস্যা। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। প্রেমের জন্য ভাল সময়। আইন আদালত এড়িয়ে চলুন। আর্থিক ক্ষতি। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। 

মকর CAPRICORN
সুখকর বদলি। কর্মে খ্যাতি লাভ। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। পুলিশি ঝামেলা। নব উদ্যোগ। ঋণশোধ। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। আশাভ্রষ্ট। সাবধানতা অবলম্বন করুন। মানসিক তৃপ্তি।

কুম্ভ AQUARIUS
জমিবাড়ি ক্রয়ের যোগ। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। ব্যবসায় জটিলতা। নৈরাশ্য থেকে মুক্তি। বিদ্যার্থীদের জন্য শুভ। বিশ্বাস ভঙ্গ। ঋণ পরিশোধ। প্রেমে বিঘ্ন। 

মীন PISCES
কর্মসংস্থানের সুযোগ। দৈনন্দিন জীবনধারা ঠিক রাখুন। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। কৃষিতে লাভ। স্বাস্থ্যের উন্নতি। প্রতিভার বিকাশ। জীবনে নতুন মানুষ আসতে পারে।
 

Previous articleWeather Update : কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ, রাত থেকেই ভিজছে কলকাতা ও শহরতলি,বাড়বে বৃষ্টির দাপট
Next articleকাশীর বিশ্বনাথ মন্দিরের কাজের জন্য জমি দিল জ্ঞানবাপি মসজিদ কর্তৃপক্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here