Daily Horoscope: মেষ রাশির জাতকের উপার্জন বৃদ্ধি ,
কন্যা রাশির বিকল্প কাজের চেষ্টা

0
533

মেষ/ARIES
উপার্জন বৃদ্ধি। বাতজবেদনা। মর্যাদা লাভ। সমস্যা বৃদ্ধি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যস্ততা থাকবে। নির্ভীকতা প্রদর্শন। রাজনীতিতে সুখ্যাতি। 

বৃষ / TAURUS
মতান্তর। ঋণযোগ। সুখকর বদলি। কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়। মিথ্যাপবাদ। অর্থনৈতিক পরিস্থিতি ভাল থাকবে। সমস্যার সমাধান। 

মিথুন GEMINI
ভাতৃ বিরোধ। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। উদ্বেগ বৃদ্ধি। পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন। কেরিয়ারে সাফল্য মিলবে। ক্ষমতা বৃদ্ধি।  

কর্কট CANCER
শরিকি দ্বন্দ্ব। অর্থনৈতিক সমস্যা মিটবে। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।স্ত্রীলোক দ্বারা ক্ষতি। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। 

সিংহ LEO
অপ্রত্যাশিত সুযোগ। পরিকল্পনায় বাধা। প্রশিক্ষণে সাফল্য। ভ্রান্ত সিদ্ধান্ত। পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। মেধার বিকাশ। আনন্দময় পরিবেশ থাকবে।

কন্যা VIRGO
বিকল্প কাজের চেষ্টা। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। জীবনের জন্য এটিই সেরা সময়। সহযোগিতা লাভ। সঞ্চিত অর্থব্যয়। ধনবৃদ্ধি।

তুলা LIBRA
সংঘর্ষে জড়িত। প্রতিষ্ঠা লাভ। অর্থাগম হতে পারে। নিরাশা। রোমান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। 

বৃশ্চিক SCORPIO
ব্যাভিচার। ক্ষমতা হস্তান্তর। কর্মক্ষেত্রে অনুশোচনা বোধ করবেন। উৎসাহ বৃদ্ধি। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সুনামহানি। রাজনীতিতে শুভ। কৃষিজীবীদের সমস্যা। শোকসংবাদ।

ধনু SAGITTARIUS
চাকুরীর সুযোগ। প্রতারণায় ক্ষতি। পত্নীপীড়া। দাম্পত্য কলহ। বিলাসিতা। আর্থিক লাভ। সমাজসেবায় ব্যয়। গৃহবিবাদ। ভ্রমণ যোগ রয়েছে। প্রণয়াসক্তি। প্রতিযোগিতায় সাফল্য। বাতজবেদনা। 

মকর CAPRICORN
অর্থাপহরণ। শুভ প্রয়াস। সমস্যার সমাধান। নিরানন্দ। উদারতা প্রদর্শন। আর্থিক অনটন। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। পরিবারে শান্তি ও সুখ থাকবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। চিত্তচাঞ্চল্য। 


কুম্ভ AQUARIUS
সৎকার্যে ব্যয়। শিরঃপীড়ার সম্ভবনা। জীবাণু সংক্রমণ।  প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। ব্যবসায় সাফল্য। আপনার মনের মানুষ খুশি হবে। বুদ্ধি ভ্রম। চিত্তের দুর্বলতা।


মীন PISCES
সফল প্রচেষ্টা। কর্মে অনীহা।  প্রাপ্য থেকে বঞ্চিত। চিকিৎসা বিভ্রাট।  বিদ্যায় সাফল্য। অপচয় বৃদ্ধি। মানসিক ক্ষোভ। কর্মে সুখ্যাতি। মনোবাঞ্ছা পূরণ। ঋণ পরিশোধ।    

Previous articleটোকিও অলিম্পিক্সে পিভি সিন্ধু পৌঁছলেন প্রি-কোয়ার্টার ফাইনালে!
Next articleWeather Update: কাশ্মীরের গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, নিখোঁজ অন্তত ৩০ ! বাংলার আবহাওয়া কেমন থাকবে জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here