![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/RASHIFALL01-1024x853.jpg)
দেশেরসময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/RASHIFALL01-1024x853.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/01.jpg)
মেষ/ARIES
কর্মে অনীহা। অর্থব্যয়ের সম্ভাবনা। অনুতপ্ত। শিরঃপীড়ার সম্ভবনা। সহায়তা লাভ। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/02.jpg)
বৃষ / TAURUS
শত্রুর সঙ্গে সন্ধি। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। পত্নীবিরহ। রোগ ব্যাধি হতে পারে। অযথা ব্যয়। নিরানন্দ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/03.jpg)
মিথুন GEMINI
বৈষয়িক সমাধান। প্রিয়জনসঙ্গ। অর্থাগমের সম্ভাবনা। কর্মে খ্যাতিলাভ। অস্থিরতাভাব। শুভ প্রয়াস।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/04.jpg)
কর্কট CANCER
সম্পত্তি উদ্ধার। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। প্রেমে বিঘ্ন আসবে। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/05.jpg)
সিংহ LEO
শিল্পীদের সাফল্য। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা। প্রতিভার বিকাশ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/06.jpg)
কন্যা VIRGO
বাতজ বেদনা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। মেধার বিকাশ। ক্ষমতা হস্তান্তর। সমস্যা বৃদ্ধি। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/07.jpg)
তুলা LIBRA
দ্রব্যাদি লাভ। আগুন থেকে সাবধান থাকুন। ভোগবিলাস। মানসিক ক্লেশ। অনুরাগ বৃদ্ধি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/08.jpg)
বৃশ্চিক SCORPIO
নৈতিক জয়। স্বাস্থ্যের দিকে নজর দিন।সঞ্চয় থেকে লাভ। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। পরিশ্রম বৃদ্ধি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/09.jpg)
ধনু SAGITTARIUS
অবৈধ প্রণয়। সমস্যায় জড়িত হতে পারেন। আর্থিক উন্নতি হবে। শত্রুহানি হওয়ার সম্ভবনা। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/10.jpg)
মকর CAPRICORN
বিষণ্ণতা। আরোগ্যলাভ। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। হঠকারিতায় ক্ষতি। সম্মান প্রাপ্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/11.jpg)
কুম্ভ AQUARIUS
বিলাসিতা। জীবাণু সংক্রমণ।আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। শরীরচর্চা প্রতি মনযোগ দিন। ধার্মিক দিকে মন যেতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/12.jpg)
মীন PISCES
প্রীতিলাভ। দুশ্চিন্তা বাড়বে। গুপ্তশত্রুতায় ক্ষতি। চাকরি জীবনে উন্নতির যোগ। পরীক্ষায় সাফল্য। শ্রীবৃদ্ধি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/12X10NEW-scaled.jpg)