Daily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী

0
572

মেষ/ARIES
হঠকারিতায় ক্ষতি। উদারতা প্রদর্শন। আর্থিক অনটন। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। পরিবারে শান্তি ও সুখ থাকবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। 

বৃষ / TAURUS
উদরপীড়ায় কষ্ট। চিত্তচাঞ্চল্য। চাকুরীর সুযোগ। পত্নীপীড়া। লাভ হবে। ব্যয়বৃদ্ধি। আশান্বিত। সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। উন্নতির সুযোগ।  

মিথুন GEMINI
বিচ্ছেদ ভয়। অর্থ প্রাপ্তি। চাকুরিতে সফলতা। মানসিক অবসাদ। গঞ্জনাভোগ। বৈরাগ্যভাব। প্রণয়ভঙ্গ। দাম্পত্য কলহ। উৎসাহ বৃদ্ধি। শত্রুভয়। ক্ষতি। 

কর্কট CANCER
চিকিৎসায় সাফল্য। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। শুভ প্রয়াস। সমস্যার সমাধান। নিরানন্দ।  দাম্পত্য কলহ। বিলাসিতা। সমাজসেবায় ব্যয়। 

সিংহ LEO
অপবাদ। আর্থিক লাভ। প্রতিযোগিতায় সাফল্য। বাতজবেদনা। ব্যাভিচার। ক্ষমতা হস্তান্তর। কর্মক্ষেত্রে অনুশোচনা বোধ করবেন। প্রতারণায় ক্ষতি। 

কন্যা VIRGO
হৃদরোগে কষ্ট। মনস্তাপ। ভ্রমণ যোগ রয়েছে। প্রণয়াসক্তি। উৎসাহ বৃদ্ধি।  অপমানিত হতে পারেন। নতুন চাকরীর সুযোগ। সৎকার্যে ব্যয়। প্রতিবেশী কলহ।  

তুলা LIBRA
কর্মে খ্যাতি বৃদ্ধি। গৃহবিবাদ। নব উদ্যোগ। অর্থ সংকট। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। বিপদের আশঙ্কা। মামলায় জয়। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান।

বৃশ্চিক SCORPIO
পশুপালনে লাভ। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। পরিশ্রম বৃদ্ধি। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মান যশ বৃদ্ধি। বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে।
 

ধনু SAGITTARIUS
হঠাৎ বিপদ। প্রেম – প্রণয়ে বাধা। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। স্ত্রীলোক দ্বারা ক্ষতি। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। ঔদ্ধত্যে ক্ষতি। 

মকর CAPRICORN
বিরুদ্ধাচারণ। গৃহ সমস্যা। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ভুল বোঝাবুঝি। শরিকি দ্বন্দ্ব। জনসেবায় শ্রমদান। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।  

কুম্ভ AQUARIUS
আশাতীত লাভ। রাজনীতিতে শুভ। কৃষিজীবীদের সমস্যা। শোকসংবাদ। কলহ বিবাদ। বিনিয়োগে উপকৃত হবেন। ঋণের সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়।

মীন PISCES
অপচেষ্টা রোধ। মানসিক অবসাদ। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। পিতার পরামর্শে উন্নতি। সংঘর্ষে জড়িত। প্রতিষ্ঠা লাভ। সহযোগিতা লাভ। সঞ্চিত অর্থব্যয়।

Previous articleলক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুজবে কান নয়,বেনিয়ম রুখতে অভিযোগ জানানোর নম্বর দিলেন মমতা
Next articleWest Bengal Weather Update : প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলাজুড়ে! বন্যা ও ধসের আশঙ্কা,পূর্বাভাস হাওয়া অফিসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here