Daily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল

0
588

মেষ/ARIES
স্বাস্থ্যের উন্নতি হবে। অতিরিক্ত ব্যয় বিপদ ডেকে আতে পারে। উপার্জনের সঙ্গে সঞ্চয়েও মনোযোগ দেওয়া প্রয়োজন। আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারেন।

বৃষ / TAURUS
অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল হারাবার আছে। ভালো পারিবারিক সময় উপভোগ করবেন।

মিথুন GEMINI
অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি। আর্থিক বিষয়ে একমাত্র বিশ্বস্ত সঙ্গীর সঙ্গেই পরামর্শ করুন।

কর্কট CANCER
কর্মক্ষেত্রে বিশেষ সাবধান থাকুন। ভুলের জন্য মাসুল গুনতে হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু একই সঙ্গে আয়ও বাড়বে।

সিংহ LEO
নিকটাত্মীয়কে আর্থিক সাহায্য করতে গিয়ে বোঝা বাড়তে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। বিতর্ক বা অফিস রাজনীতি থেকে দূরে থাকুন, মানসিক শান্তি লাভ করবেন।

কন্যা VIRGO
যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি সমস্যা দূর করবে।

তুলা LIBRA
উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হোন। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে।

বৃশ্চিক SCORPIO
ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ করতে পারেন।

ধনু SAGITTARIUS
জীবনে নতুন প্রেম আসতে পারে। যার ফলে মন খানিকটা অশান্ত থাকতে পারে। কর্মক্ষেত্রে চলনসই দিন কাটাবেন। আজ সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন।

মকর CAPRICORN
সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। দিনের পরেরভাগে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

কুম্ভ AQUARIUS
বিয়ের প্রবল যোগ তৈরি হয়েছে। শীঘ্রই কোনও খবর আসতে পারে। তৈরি থাকুন। অনেকে প্রেমেও পড়তে পারেন। কোনও নতুন কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।

মীন PISCES
সঞ্চয় করতে অসুবিধা হবে। ব্যয় বাড়তে পারে। তবে চিন্তা করবেন না শীঘ্রই পরিস্থিতি বদলাবে। বন্ধুর সমস্যায় চিন্তাগ্রস্ত হতে পারেন। সামাজিক কাজে যুক্ত হলে প্রতিপত্তি বাড়বে।

Previous articleলক্ষ্য স্থির-২০২৩: সোমে ত্রিপুরা সফর অভিষেকের
Next articleWeather Forecast : আজ কলকাতা সহ জেলার আবহাওয়া কেমন থাকবে জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here