![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/RASHIFALL01-1024x853.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/01.jpg)
মেষ/ARIES
শিরঃপীড়া। অর্থব্যয়ের সম্ভাবনা। বহু পুরনো সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যহানি। প্রেমে বিঘ্ন আসবে। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/02.jpg)
বৃষ / TAURUS
সমস্যা বৃদ্ধি। সাবধানতা অবলম্বন করুন। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। ঋণমুক্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/03.jpg)
মিথুন GEMINI
সুখকর বদলি। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। অস্ত্রোপচারে সাফল্য। গোপন পরামর্শ লাভ। অভীষ্ট পূরণ হতে পারে। শুভ যোগাযোগ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/04.jpg)
কর্কট CANCER
পুরষ্কার প্রাপ্তি। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে। পরিবারে শান্তি ও সুখ থাকবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। নির্যাতন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/05.jpg)
সিংহ LEO
অর্থ ব্যয়। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/06.jpg)
কন্যা VIRGO
ভোগবিলাস। হতাশা। ব্যয় বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। স্বাস্থ্যের দিকে নজর দিন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/07.jpg)
তুলা LIBRA
প্রতিভার বিকাশ। র্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। স্বাস্থ্যের দিকে নজর দিন। অনুরাগ বৃদ্ধি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। বাতজ বেদনা। গঞ্জনাভোগ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/08.jpg)
বৃশ্চিক SCORPIO কলহে ক্ষতি। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। উপস্থিত বুদ্ধিতে সাফল্য আসবে। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। একাধিক উপায়ে অর্থলাভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/09.jpg)
ধনু SAGITTARIUS
বিশ্বাসঘাতকতা। শিল্পীদের সাফল্য। স্বীকৃতি লাভ। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। উদ্বেগ বৃদ্ধি। আগে করা বিনিয়োগে উপকৃত হবেন। স্বাস্থ্য ভাল হবে। প্রীতিলাভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/10.jpg)
মকর CAPRICORN
অলসতা বৃদ্ধি। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। আরোগ্যলাভ হবে। পত্নীপীড়া। ঋণযোগ। বদলীর সম্ভবনা। শুভ যোগাযোগ। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। সাহসীকতা প্রদর্শন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/11.jpg)
কুম্ভ AQUARIUS
পারিবারিক সমস্যা। ইগো দূরে রাখুন। সুপরামর্শে লাভ। অর্থাগমে বিলম্ব। সত্য বলায় বিপদ। অসদুপায় ক্ষতি। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যয়বাহুল্য। অহেতুক ক্রোধে ক্ষতি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/12.jpg)
মীন PISCES
নিরাশা। আয় বৃদ্ধি। স্বাস্থের দিকে নজর দিন। প্রণয়ে বিপত্তি। কর্মে খ্যাতি। হঠাৎ প্রাপ্তি। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। মাতৃ পীড়ার সম্ভাবনা। উৎসাহ বৃদ্ধি। উদারতা প্রদর্শন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/NEW-scaled.jpg)