Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন জানুন রাশিফল

0
561

মেষ/ARIES
শিরঃপীড়া। অর্থব্যয়ের সম্ভাবনা। বহু পুরনো সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যহানি। প্রেমে বিঘ্ন আসবে। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে।

বৃষ / TAURUS
সমস্যা বৃদ্ধি। সাবধানতা অবলম্বন করুন। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। ঋণমুক্তি।

মিথুন GEMINI
সুখকর বদলি। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। অস্ত্রোপচারে সাফল্য। গোপন পরামর্শ লাভ। অভীষ্ট পূরণ হতে পারে। শুভ যোগাযোগ। 

কর্কট CANCER
পুরষ্কার প্রাপ্তি।  বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে। পরিবারে শান্তি ও সুখ থাকবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। নির্যাতন।

সিংহ LEO
অর্থ ব্যয়। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।  

কন্যা VIRGO
ভোগবিলাস। হতাশা। ব্যয় বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। স্বাস্থ্যের দিকে নজর দিন।

তুলা LIBRA
প্রতিভার বিকাশ। র্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। স্বাস্থ্যের দিকে নজর দিন। অনুরাগ বৃদ্ধি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। বাতজ বেদনা। গঞ্জনাভোগ।  

বৃশ্চিক SCORPIO কলহে ক্ষতি। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। উপস্থিত বুদ্ধিতে সাফল্য আসবে। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। একাধিক উপায়ে অর্থলাভ। 

ধনু SAGITTARIUS
বিশ্বাসঘাতকতা। শিল্পীদের সাফল্য। স্বীকৃতি লাভ। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। উদ্বেগ বৃদ্ধি। আগে করা বিনিয়োগে উপকৃত হবেন। স্বাস্থ্য ভাল হবে। প্রীতিলাভ।

মকর CAPRICORN
অলসতা বৃদ্ধি। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। আরোগ্যলাভ হবে। পত্নীপীড়া। ঋণযোগ। বদলীর সম্ভবনা। শুভ যোগাযোগ। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। সাহসীকতা প্রদর্শন। 

কুম্ভ AQUARIUS
পারিবারিক সমস্যা। ইগো দূরে রাখুন।  সুপরামর্শে লাভ। অর্থাগমে বিলম্ব।  সত্য বলায় বিপদ। অসদুপায় ক্ষতি। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যয়বাহুল্য। অহেতুক ক্রোধে ক্ষতি।

মীন PISCES
নিরাশা। আয় বৃদ্ধি। স্বাস্থের দিকে নজর দিন। প্রণয়ে বিপত্তি। কর্মে খ্যাতি। হঠাৎ প্রাপ্তি।  ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। মাতৃ পীড়ার সম্ভাবনা। উৎসাহ বৃদ্ধি। উদারতা প্রদর্শন। 

Previous articleবনগাঁ পুরসভার উদ্যোগে বয়স্কদের জন্য শুরু হলো দুয়ারে ভ্যাকসিন প্রকল্প
Next articleWeather Update:ফের ভারী বৃষ্টির সম্ভাবনা ,কী বলছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here