Daily Horoscope: কন্যা রাশির সঞ্চয় বৃদ্ধি! অন্যান্য রাশির জাতকদের কেমন কাটবে সূর্যগ্রহণের দিন? জানুন

0
619

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক: রাশিচক্রে মেষ থেকে মীন, এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। এখন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বার্তা দিচ্ছে।

মেষ/ARIES
সমৃদ্ধি যোগ। দৃঢ়প্রতিজ্ঞ হন। সমস্যার সমাধান। চিকিৎসায় বাধা। জীবনে নতুন মানুষ আসতে পারে।

বৃষ / TAURUS
অসদুপায় ক্ষতি। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। অভীষ্ট পূরণ হতে পারে।

মিথুন GEMINI
শত্রুর সঙ্গে সন্ধি। শ্লেষ্মা বৃদ্ধি। ইগো দূরে রাখুন।  সুপরামর্শে লাভ। অর্থাগমে বিলম্ব।  সত্য বলায় বিপদ। 

কর্কট CANCER
প্রতিযোগিতায় সাফল্য। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। ক্রীড়ায় সাফল্য।

সিংহ LEO
ভুল বোঝাবুঝি। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। অর্থলাভ হবে। বাতজবেদনা। শুভ প্রয়াস।

কন্যা VIRGO
সঞ্চয় বৃদ্ধি। প্রণয়াসক্তি। গৃহ সমস্যা। কর্মে উন্নতি। প্রণয়ে জটিলতা। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। 

তুলা LIBRA
 ঋণ পরিশোধ। রক্তপাতের সম্ভাবনা। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে, যার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক থাকবে। বাণিজ্যে প্রসার। 

বৃশ্চিক SCORPIO
চাকুরীর সুযোগ। প্রতারণায় ক্ষতি। বিনিয়োগে উপকারী হবে। বন্ধু বিয়োগ হতে পারে। পিতার পরামর্শে উন্নতি। 

ধনু SAGITTARIUS
প্রশিক্ষণে সাফল্য।  প্রেমের সম্পর্ক মধুর হবে। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। মাতৃ পীড়ার সম্ভাবনা। উৎসাহ বৃদ্ধি। 

মকর CAPRICORN শোকসংবাদ। হঠাৎ প্রাপ্তি। সুপরামর্শে লাভ। সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। কর্মে সাফল্য। গুহ্যপীড়া। অর্থ প্রাপ্তি। 

কুম্ভ AQUARIUS
কৃষিজীবীদের সমস্যা। বদলির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ লাভ। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। সাহসীকতা প্রদর্শন। 

মীন PISCES
আশান্বিত। শরিকি বিরোধ। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। পারিবারিক বিপদ। অপমানিত হওয়ার সম্ভাবনা। কর্মোদ্ধার। 

Previous articleবিশ্বে আর্থিক বৃদ্ধিতে প্রথমে চিন, দ্বিতীয় ভারত সুখবর দিল বিশ্বব্যাঙ্ক
Next articleপ্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বিনোদন দুনিয়ায় শোকের ছায়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here