Daily Horoscope: কন্যা রাশির আর্থিক সমস্যা,মিথুনের রমণীপ্রীতি , জানুন রাশিফল

0
584

মেষ/ARIES
পাকস্থলীর রোগ। আর্থিক উন্নতি। অর্থদণ্ড। অগ্নিভয়। মর্যাদালাভ। ত্রাস বৃদ্ধি। আর্থিক লাভ। পরিশ্রম বৃদ্ধি। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। গৃহবিবাদ। সঙ্গীতে সাফল্য। 

বৃষ / TAURUS
অসৎসঙ্গে ক্ষতি। স্বাস্থ্যহানি। ব্যবসায় উন্নতি।  কর্মে গোলযোগ। ভ্রাতৃবিরোধ। অস্ত্রোপচারে সাফল্য। গোপন পরামর্শ লাভ। অভীষ্ট পূরণ হতে পারে। চিত্তবিক্ষেপ। চৌর্যভয়।

মিথুন GEMINI
জনহিতকর কার্য। সমস্যার সমাধান। চিকিৎসায় বাধা। কর্মে অনীহা। দাম্পত্য সমস্যা। ভাতৃস্নেহ। বিপদ হওয়ার সম্ভাবনা। রমণীপ্রীতি। আর্থিক দিক থেকে শুভ। বিশ্বাসঘাতকটা।


কর্কট CANCER
পরিশ্রম বৃদ্ধি। গুপ্তশত্রুতায় ক্ষতি।  উৎসাহ বৃদ্ধি। ভ্রমণের সময়ে সতর্ক থাকুন। অর্থনৈতিক লাভ হবে। পারিবারিক সমস্যা। ইগো দূরে রাখুন। এই মাস বিনিয়োগের জন্য ভাল। চিন্তান্বিত। 

সিংহ LEO
চিকিৎসা বিভ্রাট। কর্মক্ষেত্রে অনুশোচনা বোধ করবেন। দর্শণ ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ দেখা দিতে পারে। ক্রোধে ক্ষতি। সতর্ক না হলে ঝামেলায় জড়াতে পারেন। সাহায্যপ্রাপ্তি। মামলায় হার।

কন্যা VIRGO
আর্থিক সমস্যা। আকস্মিক বিপদ। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। পরিবারে শান্তি ও সুখ থাকবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। চিত্তচাঞ্চল্য। জীবাণু সংক্রমণ। আর্থিক সমস্যা দূর হবে।


তুলা LIBRA
স্বাস্থ্যের উন্নতি। পরিকল্পনায় বাধা।  পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন। দুর্ঘটনার যোগ। নতুন বন্ধুলাভ। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। রোমান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন।

বৃশ্চিক SCORPIO
আত্মীয় সমস্যা। অহেতুক অশান্তি। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। নৈরাশ্য থেকে মুক্তি। বিদ্যার্থীদের জন্য শুভ। কর্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। কৃষিতে লাভ। 

ধনু SAGITTARIUS
অসৎ সঙ্গে ক্ষতি। স্বজন সমাগম। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে। আরোগ্যলাভ হবে। পত্নীপীড়া। ঋণযোগ। বদলীর সম্ভবনা। হতাশা থেকে মুক্তি। সময়টা ভাল কাটবে। বৃথা ব্যয় করবেন না।


মকর CAPRICORN
ক্ষমতা বৃদ্ধি।  অকস্মাৎ বিপদ। মানসিক কষ্ট। বাণিজ্যে প্রসার। সঞ্চয় বৃদ্ধি। গৃহ সমস্যা। নতুন কর্মের সূচনা। প্রণয়াসক্তি। যশলাভ।  মানসিক অবসাদ। ঔদ্ধত্যে ক্ষতি। রোমান্টিক সময় কাটবে। বাসনা পূরণ। 

কুম্ভ AQUARIUS
আশা পূরণ। চিত্ত প্রফুল্ল। মাতৃ পীড়ার সম্ভাবনা। উৎসাহ বৃদ্ধি। অকস্মাৎ বিপদ। রমণীপ্রীতি। কর্মোদ্ধার। চিন্তা কমবে। পৃষ্ঠবেদনা। পরিশ্রম বৃদ্ধি। ঋণের সম্ভাবনা। স্বার্থত্যাগ। সুনাম বৃদ্ধি হবে। কেরিয়ারে সাফল্য মিলবে।

মীন PISCES
অর্থ ব্যয়। দাম্পত্য জীবন ভাল কাটবে। পতনাশঙ্কা থাকবে। দীনতা। পরীক্ষায় কঠোর পরিশ্রমে ভাল ফলাফল হবে। ব্যবসায় অগ্রগতি। প্রণয়ে বিপত্তি। সত্য বলায় বিপদ। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। 

Previous articleঅরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচির সূচনায় ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিলো বনগাঁ পুরসভা:
Next articleভ্যাপসা গরম ! বৃষ্টি কী হবে ? জানুন আবহাওয়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here