Daily Horoscope: আজকের রাশিফল

0
579

মেষ/ARIES
মানসিক ক্ষোভ। বৈষয়িক সমাধান। প্রিয়জনসঙ্গ। অর্থাগমের সম্ভাবনা। রোগ ব্যাধি হতে পারে। ব্যবসায়ে উত্থান-পতন রয়েছে। আনন্দ সংবাদ প্রাপ্তি।

বৃষ / TAURUS
উপস্থিত বুদ্ধিতে লাভ। সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। যৌনব্যাধি। শ্রমিক বিরোধ। ভগ্নীস্নেহ। কঠোর পরিশ্রমের ফল পাবেন। পারিবারিক জীবন ভাল থাকবে। 

মিথুন GEMINI
সাহসিকতা প্রদর্শন। অনুরাগ বৃদ্ধি। সঞ্চয়ের সুযোগ আসবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ভাতৃবিয়োগ। গৃহে সমস্যা। মানসিক তৃপ্তি। গঞ্জনাভোগ। ধৈর্য ধরতে হবে।  

কর্কট CANCER
ধর্মে আগ্রহ বৃদ্ধি। দাম্পত্য জীবন ভাল কাটবে। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। কৃষিতে লাভ। নৈতিক অবনতি। আপনার মনের মানুষ খুশি হবে। মর্যাদা লাভ।

সিংহ LEO
শেয়ার ব্যবসায় লাভ। পত্নীপীড়া। আনন্দময় পরিবেশ থাকবে। কর্মে বিভ্রান্তি। নতুন বন্ধুলাভ। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। বিচলিতভাব।

কন্যা VIRGO
সঠিক সিদ্ধান্তে লাভ। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।  বিষণ্ণতা। আরোগ্যলাভ। সমস্যায় জড়িত হতে পারেন। বিবাহিতরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।

তুলা LIBRA
বিড়ম্বনা বৃদ্ধি। পত্নীবিরহ। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে পারে।  ক্রোধান্বিত বোধ করবেন। শান্তিলাভ। কর্মে খ্যাতি লাভ। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। ঋণ পরিশোধ। 

বৃশ্চিক SCORPIO
অকস্মাৎ বিপদ। রমণীপ্রীতি। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্যের উন্নতি। সঙ্গীতে সাফল্য। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। প্রেমে অশান্তি।

ধনু SAGITTARIUS
শুভ যোগাযোগ। রক্তপাতের সম্ভাবনা। পারিবারিক বিপদ। অবৈধ প্রণয়। সহানুভূতি লাভ। অর্থনৈতিক সংকট থাকবে। স্বাস্থ্যোন্নতি হবে। মানসিক তৃপ্তি। বন্ধুদ্বারা ক্ষতি। 

মকর CAPRICORN
উৎসাহ বৃদ্ধি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। অনুরাগ বৃদ্ধি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। বাতজ বেদনা। অর্থনৈতিক লাভ হবে। 

কুম্ভ AQUARIUS
মানসিক অস্থিরতা। কেরিয়ারে সাফল্য মিলবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আশার সঞ্চার। ঋণ পরিশোধের যোগ। দ্রব্যাদি লাভ। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।

মীন PISCES
বিপদের আশঙ্কা। সুপরামর্শ লাভ। অপবাদ। জীবানু সংক্রমণ। হঠকারিতায় ক্ষতি। দাম্পত্য সুখ মিলবে। চাকুরীক্ষেত্রে উন্নতি। ব্যবসার নিকে নজর দিন। প্রাপ্তিতে বাধা। উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে।

Previous articleবনগাঁ পুরসভার স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন বনগাঁর বিএমওএইচ
Next articleউত্তরবঙ্গে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি সতর্কতা! দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here