Daily Horoscope: আজ লক্ষ্মীবার কেমন কাটবে সারাদিন? জানুন রাশিফল

0
516

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্কঃ  মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
মান -যশ প্রাপ্তি। অর্থাগম হতে পারে।বাতজবেদনা। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন।

বৃষ / TAURUS
গৃহবিবাদ। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। অর্থলাভ হবে। চৌর্যহেতু ক্ষতি। পরোপকার। 

মিথুন GEMINI
উপহার প্রাপ্তি। পিত্তরোগে কষ্ট। অহেতুক চিন্তা বাড়াবেন না। ঋণ প্রাপ্তি। ক্রোধান্বিত বোধ করবেন

কর্কট CANCER
জনসেবায় ব্যস্ত। রোগব্যাধি। অযথা ঝামেলায় জড়াবেন না। মানসিক আঘাত। শুভ যোগাযোগ। 

সিংহ LEO
আশার সঞ্চার। উদ্যম বৃদ্ধি। আকস্মিক ব্যয় হবে। সৎকর্মে অর্থ ব্যয়। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। 

কন্যা VIRGO
পৈতৃকসূত্রে লাভ।  হতাশা। ঋণযোগ। বদলীর সম্ভবনা। সম্মান প্রাপ্তি। শরিকি বিরোধ। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। 

তুলা LIBRA
সমস্যার সমাধান। অযথা ব্যয় করবেন না।  প্রণয়াশক্তি।  নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। পৃষ্ঠবেদনা। 

বৃশ্চিক SCORPIO
হতাশা থেকে মুক্তি। নব পরিকল্পনার যোগ রয়েছে। দৃঢ়প্রতিজ্ঞ হন। রক্তচাপে কষ্ট। ভোগবিলাস।

ধনু SAGITTARIUS
পিতার পরামর্শে উন্নতি। পরোপকার। নির্যাতন। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে। জীবনে নতুন মানুষ আসতে পারে।

মকর CAPRICORN
সত্য বলায় বিপদ। অর্শাদিপীড়া। মানসিক ক্ষোভ। আর্থিক লাভ। নতুন চাকরীর সুযোগ। বন্ধু বিয়োগ হতে পারে।

কুম্ভ AQUARIUS
পারিবারিক বিপদ। সুপরামর্শে লাভ। অর্থাগমে বিলম্ব। সাহসিকতার প্রদর্শন। শুভ প্রয়াস। বিলাসিতা।

মীন PISCES স্ত্রীয়ের জন্য অশান্তি। অর্থাভাব। ইগো দূরে রাখুন। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। সম্পত্তি ক্রয়।

Previous articleশুক্রবার মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ সহ দুই মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন
Next articleইয়াস সরলেও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here