Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী

0
796

মেষ/ARIES
প্রাপ্তিযোগ। মানসিক আঘাত। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে পারে। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। হঠাৎ প্রাপ্তি। চাকুরীতে পদন্নোতি। রমণীপ্রীতি। ব্যবসায় শত্রু বৃদ্ধি।

বৃষ / TAURUS
ব্যয় বাহুল্য। অস্ত্রোপচারে সাফল্য। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সুনাম বৃদ্ধি। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। গৃহ সমস্যা। প্রতিবেশী বিবাদ। শুভ যোগাযোগ।

মিথুন GEMINI
বিপদমুক্ত। রক্তচাপে কষ্ট। সাহসিকতা প্রদর্শন। পরিতাপ। পদন্নোতি। উগ্রতায় ক্ষতি। পরোপকারে শান্তি লাভ হবে। দাম্পত্যে সুখ। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে। 

কর্কট CANCER
কপটতা। মাতৃস্নেহ লাভ। চৌর্যহেতু ক্ষতি। মানসিক কষ্ট। পত্নীবিরহ। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। ক্রমোন্নতি। দুঃসংবাদ প্রাপ্তি। বিদেশ থেকে ভাল খবর আসতে পারে। 

সিংহ LEO রাশিফল
পরিকল্পনায় বাধা। আত্মীয় দ্বারা ক্ষতি। কেরিয়ারে পরিবর্তন হবে। পরিশ্রম বৃদ্ধি। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক। আপনার মনের মানুষ খুশি হবে। শুভ সংবাদ। ব্যয় বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক দিক দিয়ে এটি ভাল সময়।

কন্যা VIRGO রাশিফল
সমস্যা থেকে মুক্তি। চিকিৎসা বিভ্রাট। বিপদ হওয়ার সম্ভাবনা। রমণীপ্রীতি। আর্থিক ক্ষতি। মামলায় জড়িত। কর্মে বিভ্রান্তি। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। নিরানন্দ। লটারীতে অর্থপ্রাপ্তি।  

তুলা LIBRA রাশিফল
সহানুভূতি লাভ। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। দৈনন্দিন জীবনধারা ঠিক রাখুন। অভীষ্ট পূরণ হতে পারে। যৌথ ব্যবসায় ক্ষতি। সুপরামর্শে লাভ। শরিকি বিবাদ। ব্যবসায় অশান্তি। 

বৃশ্চিক SCORPIO
নব প্রচেষ্টা। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। পরোপকার। পুরষ্কার প্রাপ্তি। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিশ্রমে ভাল ফলাফল হবে। জনসেবায় আত্মতৃপ্তি। স্বজনহানি। পত্নীপীড়া। 

ধনু SAGITTARIUS
চিকিৎসা বিভ্রাট। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ক্রোধান্বিত বোধ করবেন। রমণীপ্রীতি। সন্তানের জন্য গর্বিত। বিজ্ঞানীদের সাফল্য। শিক্ষার্থীদের জন্য কঠিন সময়। চিকিৎসায় সাফল্য। প্রতিভার বিকাশ।

মকর CAPRICORN
উপদ্রব বৃদ্ধি। প্রতিযোগিতায় সাফল্য। একাধিক উপায়ে অর্থলাভ। প্রণয়ে জটিলতা। সাবধানতা অবলম্বন করুন। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। জমি নিয়ে বিবাদ। বিদ্যায় সাফল্য। অগ্নিদ্বারা ক্ষতি। 

কুম্ভ AQUARIUS
বুদ্ধিতে কার্যোদ্ধার। চাকুরীর সুযোগ। উপস্থিত বুদ্ধিতে লাভ। আয় বৃদ্ধি। সহকর্মী বিবাদ। ইগো দূরে রাখুন। মানসিক উদ্বেগ। বিপদ আসন্ন। অবৈধ প্রণয়। বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে। 

মীন PISCES
শুভ যোগাযোগ। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মান যশ বৃদ্ধি। প্রতিবেশী কলহ। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ভুল বোঝাবুঝি। মোকদ্দমায় ব্যয়। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে।

Previous articleআদালতে নয়, এবার ভবানীপুরে লড়াইয়ে তিন আইনজীবী
Next articleWeather Update: নিম্নচাপের সতর্কতা বাংলাজুড়ে, আজ থেকেই আবহাওয়া বদল? কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here