Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী

0
555


মেষ/ARIES
উদাসীনতা। পিত্তরোগে কষ্ট। ঋণ প্রাপ্তি। আয় বৃদ্ধি। হঠাৎ প্রাপ্তি। যকৃতের রোগ। আশাতীত লাভ। জনহিতকর কার্য। বিদ্যার্থীদের জন্য শুভ।   

বৃষ / TAURUS
প্রীতিসঙ্গ। চিন্তা মুক্ত হবেন। শুভ যোগাযোগ। প্রসন্নতা লাভ। পাওনা থেকে বঞ্চিত। আনন্দ সংবাদ প্রাপ্তি। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। 

মিথুন GEMINI
অর্থদণ্ড। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। রক্তপাতের সম্ভাবনা। 

কর্কট CANCER
ব্যবসায়ে লাভ। আনন্দ সংবাদ। পরিকল্পনায় বাধা। ভাতৃ বিরোধ। মর্যাদা লাভ। সমস্যা বৃদ্ধি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। স্বাস্থ্যের উন্নতি। 

সিংহ LEO
রক্তপাতের আশঙ্কা। আর্থিক উন্নতি হবে। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। অবৈধ প্রণয়। সন্তানকে নিয়ে উদ্বেগ। আয় বৃদ্ধি। 

কন্যা VIRGO
মত বিরোধ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। স্থান পরিবর্তন। পারিবারিক সমস্যা। অগ্নিভয়। মানসিক ক্লেশ। নব প্রচেষ্টা। 

তুলা LIBRA
চিকিৎসায় সাফল্য। বিলাসিতা। আর্থিক উন্নতি হবে। মিত্র লাভ। চৌর্যভয়। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের কোনও সুখবর আসবে। পদাবনতি।

বৃশ্চিক SCORPIO
মানসিক পরিবর্তন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সুনামহানি। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। একাধিক উপায়ে অর্থলাভ। প্রণয়ে জটিলতা।  

ধনু SAGITTARIUS
বঞ্চনার শিকার। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। সহানুভূতি লাভ। শেয়ার বাজারে ক্ষতি। দাম্পত্য ক্ষতি। জনসেবায় ব্যস্ত। অর্থ দণ্ড। নীরানন্দ। প্রাপ্তিযোগ রয়েছে। 

মকর CAPRICORN
পকেটমারী। সঙ্গীতে সম্মান। ভাতৃস্নেহ। প্রতিযোগিতায় সাফল্য। বাতজবেদনা। ব্যাভিচার। ক্ষমতা হস্তান্তর। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। মনোমালিন্য। 

কুম্ভ AQUARIUS
স্পষ্টকথায় বিপদ। অনর্থপাত। অমনোযোগী। বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। পরিশ্রম করে সাফল্য অর্জন। আইনি পরামর্শ লাভ। দুর্ঘটনার যোগ। মিথ্যাপবাদ।

মীন PISCES
আশান্বিত। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। অবস্থান পরিবর্তনের যোগ আছে। 

Previous articleফের কল্পতরু মমতা, বিবেকানন্দ স্কলারশিপের নিয়ম বদলে গেল, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মাসে মাসে টাকা! জানুন কী ভাবে
Next articleনমাজের পরই ‘শুভকাজ’! আফগানিস্তানে সরকার গঠন করতে চলেছে তালিবানরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here