Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,রাশিফল অনুযায়ী কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

0
446

মেষ/ARIES
বন্ধু বিরোধ। উন্নতিযোগ। প্রেম -প্রণয়ে বাধা। প্রতিযোগিতায় সাফল্য। উদাসীনতায় ক্ষতি। প্রশংসা প্রাপ্তি। স্বাস্থ্যের দিকে নজর দিন। গৃহবিবাদ। 

বৃষ / TAURUS
শরিকি বিবাদ। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। ব্যবসায় অশান্তি। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। পরোপকার। পুরষ্কার প্রাপ্তি। দাম্পত্য কলহ।

মিথুন GEMINI
অনুতাপ। ধর্মে আগ্রহ বৃদ্ধি। নানা কাজে অর্থ ব্যয়।মিথ্যাপবাদ। অসুস্থতা থেকে মুক্তি। যৌথ ব্যবসায় ক্ষতি। সুপরামর্শে লাভ। বিতর্ক থেকে দূরে থাকুন। মনোমালিন্য।

কর্কট CANCER
বিচ্ছেদভয়।  ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্ক মধুর হবে। চিকিৎসায় বহু ব্যয়। বিপদাশঙ্কা। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। আশাভ্রষ্ট। পৃষ্ঠবেদনা। 

সিংহ LEO
বিদ্যানুরাগ। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। প্রতিদ্বন্দিতায় সাফল্য। সাবধানতা অবলম্বন করুন।  শিক্ষায় অগ্রগতি। রাজনীতিতে সুখ্যাতি। কর্মে খ্যাতি বৃদ্ধি। 

কন্যা VIRGO
অগ্নিভয়। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। পরিশ্রম বৃদ্ধি। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মান যশ বৃদ্ধি। বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে। বিচলিতভাব।

তুলা LIBRA
মাতৃবিরোধ। রাজনৈতিক সংঘর্ষ। হতাশা বৃদ্ধি। বৈরাগ্যভাব। কেরিয়ারে উন্নতি। পরিশ্রমে ভাল ফলাফল হবে। সম্পর্কে উন্নতি। কার্য সিদ্ধি। বিনিয়োগ লাভ। অপবাদ থেকে দূরে থাকুন। 

বৃশ্চিক SCORPIO
পরনির্ভরতা। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। সফল প্রচেষ্টা। কর্মে অনীহা। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। বিপদের আশঙ্কা। মামলায় জয়। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান।

ধনু SAGITTARIUS
বিপদাশঙ্কা। হৃদরোগে কষ্ট। শরিকি দ্বন্দ্ব। জনসেবায় শ্রমদান। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। পরিকল্পনায় সফল। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা।

মকর CAPRICORN
সৌভাগ্য বৃদ্ধি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। হঠকারিতায় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। পরীক্ষায় সাফল্য। সহযোগিতায় লাভ। জলযানে বিপদ। অভীষ্ট পূরণ। সমৃদ্ধি যোগ।  

কুম্ভ AQUARIUS
পরিশ্রম বৃদ্ধি। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক। ভেবে চিন্তে যে কোনও কথা বলুন আজ। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। প্রাপ্তিতে বাধা।শুভ যোগাযোগ। মানসিক তৃপ্তি। 

মীন PISCES
বদলির সম্ভাবনা। আর্থিক সমস্যা দূর হবে। প্রতিবেশী কলহ। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ভুল বোঝাবুঝি। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। প্রেমে অশান্তি। দন্তরোগে কষ্ট। কেরিয়ারে পরিবর্তন হবে। 

Previous article“স্বীকৃতি” শিরোনামে প্রদর্শনী চলছে সরলা বিড়লা গ্যালারিতে ! দেখুন ছবি ও ভিডিও
Next articleWest Bengal Weather News : আজ ভিজবে দক্ষিণবঙ্গ? অক্ষরেখার পরিবর্তনে উত্তরে বৃষ্টিতে রাশ, রইল আবহাওয়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here