Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী

0
549

মেষ/ARIES
পরপোকার। পরিশ্রম বৃদ্ধি। আরোগ্যলাভ। অবৈধ প্রণয়। ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। মনোবাঞ্ছা পূরণ। কর্মে সুখ্যাতি লাভ হবে। 

বৃষ / TAURUS
প্রবঞ্চনা। অসৎসঙ্গে ক্ষতি। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।কাজের প্রতি বেশি মনোযোগ দিন। পতনাশঙ্কা। ভোগ বিলাস। আয় বৃদ্ধি। মেধার বিকাশ হবে। বিহ্বলতা।

মিথুন GEMINI
ঋণযোগ। ব্যবসায়ে ক্ষতি। বদলীর সম্ভবনা। ক্ষমতা হস্তান্তর। রোগমুক্তি। অর্থনৈতিক সমস্যা মিটবে। নৈতিক অবনতি। অলসতা বৃদ্ধি। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। 

কর্কট CANCER
পৈত্রিকসূত্রে লাভ। হতাশা থেকে মুক্তি। সময়টা ভাল কাটবে। আয় বাড়বে। চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি। উদাসীনতায় ক্ষতি হতে পারে। জনসেবায় ব্যস্ত। বাকবিতণ্ডা।

সিংহ LEO
আইনি পরামর্শ গ্রহণ। সৌভাগ্যবৃদ্ধি। সমস্যার সমাধান। পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। মেধার বিকাশ। আনন্দময় পরিবেশ থাকবে। আয় বৃদ্ধির যোগ। স্বাস্থ্যহানি। 

কন্যা VIRGO
মানসিক অশান্তি। মনোমালিন্য। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে। সৎকর্মে অর্থ ব্যয়। সঞ্চয় থেকে লাভ। হৃদরোগে কষ্ট। কঠোর পরিশ্রমের ফল পাবেন। বৈবাহিক জীবনে উন্নতি হবে।  

তুলা LIBRA
প্রশংসা প্রাপ্তি। ধৈর্য ধরতে হবে। অর্থনৈতিক দিক দিয়ে অনুকূল নয়। প্রফুল্লতা। নির্যাতন। পুলিসি ঝামেলা। মানহানি। সহায়তা লাভ। কর্মে অগ্রগতি। কঠোর পরিশ্রমের ফল পাবেন। 

বৃশ্চিক SCORPIO
চিত্ত বিক্ষেপ। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। দৈনন্দিন জীবনধারা ঠিক রাখুন। অভীষ্ট পূরণ হতে পারে। অপত্য স্নেহ। একাধিক উপায়ে আয়। প্রতিষ্ঠালাভ। 

ধনু SAGITTARIUS
রাজনৈতিক বিবাদ। প্রেমের সম্পর্ক মধুর হবে। চিকিৎসায় বহু ব্যয়। মানসিক আঘাত। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে পারে। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। হঠাৎ প্রাপ্তি। বঞ্চনার শিকার।  

মকর CAPRICORN
পারিবারিক শুভ। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। নৈরাশ্য। অহেতুক অশান্তি। মানসিক আঘাত। কর্মক্ষেত্রে সফলতা। প্রেমে বিঘ্ন। সন্তানের যত্ন নিন। দ্বি- চক্রযানে বিপদ। 

কুম্ভ AQUARIUS
লটারীতে প্রাপ্তি। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। প্রিয়জন সান্নিধ্য। দায়িত্ব বৃদ্ধি। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। অবৈধ প্রণয়ের সম্ভাবনা। বিপর্যয়। সমাজসেবায় ব্যয়। 

মীন PISCES
পরনির্ভরতা। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। গৃহবিবাদ। সঙ্গীতে সাফল্য। কূটনৈতিক জয়। বহু পুরনো সমস্যার সমাধান হবে। জীবাণু সংক্রমণ। কৃষিকাজে বিকাশ ও সাফল্য আসবে। মানসিক ক্ষোভ থাকবে। 

Previous articleবিজেপির বনগাঁ জেলার সাধারণ সম্পাদক সমাজবিরোধী, দুর্নীতিবাজ-বিস্ফোরক মন্তব্য জেলা সভাপতির : দেখুন ভিডিও
Next articleWeather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে অস্বস্তি, আর উত্তরবঙ্গে? আবহাওয়ার পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here