দেশের সময় অ্যাস্ট্রো ডেস্কঃ মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
মেষ/ARIES
ঋণযোগ। তবে সু-সংবাদ প্রাপ্তি হবে। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। মাতৃ পীড়ার সম্ভাবনা।
বৃষ / TAURUS
সম্মান প্রাপ্তি। অর্থাগমের সম্ভাবনা। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ক্রোধান্বিত বোধ করবেন।
মিথুন GEMINI
অর্থব্যয়। অভীষ্ট পূরণ হতে পারে। মানসিক ক্ষোভ থাকবে। নতুন চাকরীর সুযোগ। দাম্পত্য জীবন ভাল কাটবে।
কর্কট CANCER
বিলাসিতা। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। স্বাস্থ্যহানি।
সিংহ LEO
বিচ্ছেদ ভয়। নব প্রচেষ্টা। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। উদাসীনতায় ক্ষতি হতে পারে।
কন্যা VIRGO
সুখসম্ভক। আইন আদালত এড়িয়ে চলুন। অযথা ঝামেলায় জড়াবেন না। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন।
তুলা LIBRA
লাম্পট্য। স্বজন সমাগম। অর্থলাভ। প্রতারিত হতে পারে। দুশ্চিন্তা বৃদ্ধি। ভ্রমণ যোগ রয়েছে।
বৃশ্চিক SCORPIO
চাকুরীক্ষেত্রে অশান্তি। শেয়ার ব্যবসায় লাভ। দানধ্যানের যোগ রয়েছে। আরোগ্যলাভ হবে। আর্থিক উন্নতি হবে।
ধনু SAGITTARIUS
পৃষ্ঠবেদনা। অপমানিত হতে পারেন। প্রতিষ্ঠালাভ। স্বাস্থের দিকে নজর দিন। বদলির সম্ভাবনা রয়েছে।
মকর CAPRICORN নৈতিক অবনতি। অকস্মাৎ বিপদ। আপনার মনের মানুষ খুশি হবে। গৃহসংস্কার। আংশীদারিতে লাভ।
কুম্ভ AQUARIUS
অর্থাগমে বিলম্ব। ভাবপ্রবণতায় ক্ষতি। সাহসিকতার প্রদর্শন। উগ্রতাবৃদ্ধি। জীবনে নতুন মানুষ আসতে পারে।
মীন PISCES
নব উদ্যোগ। ক্লেশভোগ। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। সমস্যার সমাধান।