মেষ/ARIES
সাহসিকতা প্রদর্শন। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ব্যবসায়ীদের জন্য শুভ। আর্থিক উন্নতি হবে। মানসিক ক্ষোভ।
বৃষ / TAURUS
অনুরাগ বৃদ্ধি। সঞ্চয়ের সুযোগ আসবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ভাতৃবিয়োগ। ব্যবসায় জটিলতা।
মিথুন GEMINI
শেয়ার ব্যবসায় লাভ। সঙ্গীতে সাফল্য। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। অর্থলাভ। প্রতারিত হতে পারেন।
কর্কট CANCER
গোলযোগের আশঙ্কা। গৃহে চুরীর সম্ভবনা। ঋণের সম্ভাবনা। অভীষ্টসিদ্ধি। ক্ষমতা হস্তান্তর। ঝামেলা এড়িয়ে চলুন।
সিংহ LEO
দ্রব্যের অপচয়। অসুস্থতা থেকে মুক্তি। দ্বি- চক্রযানে বিপদ। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। চিন্তা বাড়বে।
কন্যা VIRGO
প্রতিদ্বন্দিতায় সাফল্য। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে। পদোন্নতি। কর্মক্ষেত্রে সফলতা। প্রেমে বিঘ্ন।
তুলা LIBRA
ঋণশোধ। ক্রোধে ক্ষতি। চাকরি ও ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। মিথ্যাপবাদ। মানসিক শক্তি বাড়বে।
বৃশ্চিক SCORPIO
আয় বৃদ্ধির যোগ। বিপদাশঙ্কা। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। গঞ্জনাভোগ।
ধনু SAGITTARIUS
গৃহে সমস্যা। মানসিক তৃপ্তি। বৈরাগ্যভাব। সম্পর্কে উন্নতি। অনুরাগ বৃদ্ধি। আপনার মনের মানুষ খুশি হবে। মর্যাদা লাভ।
মকর CAPRICORN
সুনামহানি। বিচ্ছেদ ভয়। গোপনকথা ফাঁস হওয়ার সম্ভাবনা। প্রেম -প্রণয়ে বাধা। সাফল্য লাভ। কর্মে সুখ্যাতি লাভ হবে।
কুম্ভ AQUARIUS
প্রভাব বিস্তার। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। লাম্পট্য। স্বাস্থ্যের উন্নতি। সাধুসঙ্গে শান্তি। স্ত্রীয়ের জন্য অশান্তি।
মীন PISCES
অস্থিরতা ভাব। নতুন চাকরীর সুযোগ। পরোপকার। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ।