![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/DSP2021-771x1024.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/01.jpg)
মেষ ARIES খরচ নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে ভুল হতে পারে, সাবধান থাকতে হবে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/02.jpg)
বৃষ TAURUS
দাম্পত্য কলহে সমস্যা বাড়তে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/03.jpg)
মিথুন GEMINI
পিতা-মাতার সঙ্গে মতানৈক্যের জেরে অশান্তি হতে পারে। কথায় নিয়ন্ত্রণ রাখুন তা হলে অনেক সমস্যা থেকে বাঁচবেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/04.jpg)
কর্কট CANCER
প্রতিবেশীর কুমন্ত্রণার ফলে পারিবারিক অশান্তি হতে পারে। অচেনা ব্যক্তির সঙ্গে আর্থিক সম্পর্ক ক্ষতিকারক হতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/05.jpg)
সিংহ LEO
কোনও ঝগড়া কোর্টের মামলা পর্যন্ত গড়াতে পারে। তার সঙ্গে খরচও বৃদ্ধি পেতে পারে। বাকসংযম একান্ত প্রয়োজন। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/06.jpg)
কন্যা VIRGO
মোহ থেকে মনোকষ্ট বাড়তে পারে। মেডিটেশন করলে সুফল পাবেন। পরাবারিক নানা কাজে ব্যস্ত থাকতে হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/07.jpg)
তুলা LIBRA
বেকাররা চাকরি সুযোগ পেতে পারেন। এটা আপনাদের আর্থিক দিকটি শক্তিশালী করবে। পরনিন্দা থেকে দূরে থাকুন। স্ত্রী কোনও কারণে আঘাত পেতে পারেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/08.jpg)
বৃশ্চিক SCORPIO
বিনিয়োগ করার আগে ভালো করে পরামর্শ করে নিন। ব্যবসার জন্য ভ্রমণের যোগ রয়েছে, যা ভবিষ্যতে বেশ লাভজনক হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/09.jpg)
ধনু SAGITTARIUS
আজ ঋণ দিলে তা ফেরত না আসার সম্ভাবনা প্রবল। বিশেষত চেনা কোনও ব্যক্তি ঋণ নিলে সমস্যা বাড়বে। পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/10.jpg)
মকর CAPRICORN
আকস্মিক বিয়ের যোগ তৈরি হতে পারে। প্রেম সম্পর্ক মজবুত হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। খরচ কমানোর দিকে মন দিন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/11.jpg)
কুম্ভ AQUARIUS
পরিবারের দিকে নজর দিন, তাদের সময় দেওয়ার চেষ্টা করুন। এতে মনোমালিন্য দূর হবে। পরিবারের সমর্থন পাবেন। অজানা উৎস থেকে অর্থাগম হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/12.jpg)
মীন PISCES
কর্মক্ষেত্রে শত্রুর পরাজয় হবে। শান্তি বজায় রাখতে রাগ নিয়ন্ত্রণ করুন। পারিবারিক পরিবেশ দূষিত হতে দেবেন না। ব্যবসার কারণে ভ্রমণ করতে হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/RASHIFALL01-scaled.jpg)