Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন জানুন

0
573

মেষ/ARIES
মাতৃস্নেহ লাভ। কেরিয়ারের জন্য ভাল সময়। অনুতাপ। ধার্মিক দিকে মন যেতে পারে। পদোন্নতি। হঠাৎ বিপদ। আত্মীয় বিরোধ। কর্মে সুখ্যাতি।

বৃষ / TAURUS
বিলাসিতা। শুভ সময়। রক্তচাপে কষ্ট। ভোগবিলাস। চিত্তের দুর্বলতা। গোলযোগ। মামলায় জয়। মিত্র লাভ। গৃহ সমস্যা। প্রেম – প্রণয়ে বাধা। চাকুরীক্ষেত্রে উন্নতি। 

মিথুন GEMINI
পতনাশঙ্কা। ব্যয়বাহুল্য। অর্থ প্রাপ্তি। বুদ্ধিশ্রম। অযথা চিন্তা। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। ঈর্ষান্বিত।শুভ যোগাযোগ। সহকর্মী বিবাদ। ইগো দূরে রাখুন। 

কর্কট CANCER
পরোপকারে আনন্দ। অর্থ সংকট। দ্রব্যের অপচয়। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। রাজনৈতিক বিবাদ। মান -যশ প্রাপ্তি। মনোবাঞ্ছা পূরণ। ঋণ পরিশোধ। 

সিংহ LEO
সুখ – সম্ভোগ। মোকদ্দমায় ব্যয়। লটারীতে অর্থপ্রাপ্তি। দুর্ঘটনার যোগ। নতুন বন্ধুলাভ। চিন্তা কমবে। পৃষ্ঠবেদনা। স্বার্থত্যাগ। সুনাম বৃদ্ধি হবে। আত্মীয় সমস্যা। 

কন্যা VIRGO
রাজনৈতিক সংঘর্ষ। বিপদের আশঙ্কা। অর্থাগম হতে পারে। নিরাশা। রোমান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন। পারিবারিক সমস্যা। 

তুলা LIBRA
হৃদরোগের আশঙ্কা। আর্থিক সমস্যা। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। জীবনের জন্য এটিই সেরা সময়। এই মাস বিনিয়োগের জন্য ভাল। চিন্তান্বিত। 

বৃশ্চিক SCORPIO
সৌভাগ্য বৃদ্ধি। সাহসীকতা প্রদর্শন। ব্যাধি থেকে মুক্তি।বন্ধু দ্বারা ক্ষতি। পিতৃবিরোধ। শত্রু ভয়। পারিবারিক কলহ। প্রফুল্লতা। মানসিক পীড়া। বৈষয়িক সমাধান।

ধনু SAGITTARIUS
দুশ্চিন্তা গ্রস্ত। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। যাত্রায় বিঘ্ন আসতে পারে। অভীষ্টসিদ্ধি। শরীরচর্চার প্রতি মনযোগ দিন। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। 

মকর CAPRICORN
অপত্য স্নেহ। আয় বাড়বে। চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি। উদাসীনতায় ক্ষতি হতে পারে। একাধিক উপায়ে আয়। বৈবাহিক জীবনে উন্নতি হবে। স্বীকৃতি লাভ। নিজের ভুলে ক্ষতি। কর্মোদ্ধার।

কুম্ভ AQUARIUS
অসাধুতা। পারিবারিক অশান্তি  মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিড়ম্বনা। সাবধানে সিদ্ধান্ত নেবেন। সঞ্চয়ের পরিমাণ সীমিত। সংঘর্ষে আহত। দৈনন্দিন জীবনধারা ঠিক রাখুন। অভীষ্ট পূরণ হতে পারে। 

মীন PISCES
ব্যাভিচার। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। মানহানি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। হঠকারিতায় ক্ষতি। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। প্রতিদ্বন্দিতায় সাফল্য।

Previous articleHiroshima Day 2021: হিরোশিমা দিবস, ফিরে দেখা এই দিনের ইতিহাস ও গুরুত্ব
Next articleআজও কি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত? আবহাওয়ার পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here