মেষ/ARIES
মানসিক কষ্ট। বাণিজ্যে প্রসার। সঞ্চয় বৃদ্ধি। গৃহ সমস্যা। প্রতিযোগিতায় সাফল্য। বাতজবেদনা। শুভ প্রয়াস। প্রেম জীবনের জন্য এটিই সেরা সময়।
বৃষ / TAURUS
মনোমালিন্য। অর্থলাভ হবে। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। কেরিয়ারে পরিবর্তন হবে। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। হঠাৎ প্রাপ্তি।
মিথুন GEMINI
আশাভঙ্গ। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। ব্যবসায় জটিলতা। আর্থিক উন্নতি হবে। মানসিক ক্ষোভ। আইন আদালত এড়িয়ে চলুন। সুচিকিৎসায় সুস্থ।
কর্কট CANCER
শিক্ষায় অগ্রগতি। অপমানিত হতে পারেন। নতুন চাকরীর সুযোগ। পরোপকার। বাসনা পূরণ। নির্যাতন। গোপনকথা ফাঁস হওয়ার সম্ভাবনা। প্রেম -প্রণয়ে বাধা।
সিংহ LEO
সহযোগিতা লাভ। সঞ্চিত অর্থব্যয়। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। চিত্তের দুর্বলতা। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মিত্র লাভ।
কন্যা VIRGO
সৎসঙ্গে শান্তি লাভ। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। গৃহবিবাদ। অভীষ্ট পূরণ। সমৃদ্ধি যোগ। দৃঢ়প্রতিজ্ঞ হন। জনসেবায় ব্যস্ত।
তুলা LIBRA
প্রশিক্ষণের সুযোগ। দিনটা শুভ কাটবে। শরীরচর্চার প্রতি মনযোগ দিন। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। স্ত্রীয়ের জন্য অশান্তি।
বৃশ্চিক SCORPIO
চিকিৎসা বিভ্রাট। অর্থনৈতিক পরিস্থিতি ভাল থাকবে। ক্রীড়ায় সাফল্য। প্রণয়ভঙ্গ। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে। বন্ধু বিরোধ।
ধনু SAGITTARIUS
নির্ভীকতা প্রদর্শন। অলৌকিক সংবাদ প্রাপ্তি। ব্যয়বাহুল্য। সমস্যার সমাধান। চিকিৎসায় বাধা। কর্মে অনীহা। দাম্পত্য সমস্যা। বন্ধুর উপদেশ কাজে লাগবে। প্রাপ্য থেকে বঞ্চিত।
মকর CAPRICORN
বন্ধুর সাহায্য লাভ। মরসুম বদলের জন্য রোগ সংক্রমণ। প্রণয়াসক্তি। আর্থিক উন্নতি হবে। চাকরি ও ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। পিতৃবিরোধ। কর্মে সুখ্যাতি লাভ হবে।
কুম্ভ AQUARIUS
ব্যয় বৃদ্ধি। নীচ সংসর্গ। প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। হৃদরোগে কষ্ট। ভোগবিলাস। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। পদপীড়ায় কষ্ট। সময়টা ভাল কাটবে। বৃথা ব্যয় করবেন না।
মীন PISCES
পরার্থে ক্ষতি। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। শুভ সময়। কর্মক্ষেত্রে সফলতা। প্রেমে বিঘ্ন। অস্থিরতা ভাব। রমণীপ্রীতি। সাহায্যপ্রাপ্তি। গৃহসংস্কার। অর্থনৈতিক উন্নতি হবে।