Daily Horoscope: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জানুন আজকের রাশিফল

0
541

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
অযথা ব্যয়। স্থান পরিবর্তন। মানসিক শক্তি বাড়বে। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে।

বৃষ / TAURUS
কার্যে সাফল্য। আর্থিক লাভ। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। জীবনে নতুন মানুষ আসতে পারে।

মিথুন GEMINI
গঞ্জনাভোগ। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। কোনও কিছুর পরিবর্তন ঘটলে ব্যাকুলতা কাজ করতে পারে। 

কর্কট CANCER
রোগ-ব্যাধি থেকে মুক্তি। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। প্রতারিত হতে পারে, তাই সতর্ক থাকুন। 

সিংহ LEO
ধনাগম। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে, যার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক থাকবে। ব্যবসায়ীদের জন্য শুভ। মর্যাদালাভ।

কন্যা VIRGO অযথা চিন্তা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।


তুলা LIBRA
অস্থিরতাভাব। উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে। দর্শণ ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ দেখা দিতে পারে। গোপনকথা ফাঁস হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক SCORPIO
সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন।

ধনু SAGITTARIUS
কলানুরাগ। আপনার সঙ্গী সুখী করে তুলবে। প্রশিক্ষণ লাভ। দুশ্চিন্তা বাড়বে। বিনিয়োগ লাভ।

মকর CAPRICORN
সাধুসঙ্গে শান্তি।  শরীরচর্চা প্রতি মনযোগ দিন। সতর্ক না হলে ঝামেলায় জড়াতে পারেন। মেধার বিকাশ।

কুম্ভ AQUARIUS
মিত্রলাভ। রোমান্টিক সময় কাটবে। সমস্যার সৃষ্টি হতে পারে। শুভ প্রয়াস। তৃপ্তিলাভ হবে। 

মীন PISCES
আরোগ্যলাভ। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। সাবধানে সিদ্ধান্ত নেবেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।  

Previous articleস্পুটনিক ভি টিকা এল দেশে, মিলবে আগামী সপ্তাহেই
Next articleখুশির ইদ: সীমান্তে ভারত-পাক সেনাবাহিনীর সম্প্রীতির ছবি,মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here