Daily Horoscope চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল

0
1014


মেষ ARIES
মিশ্রফল। চাকরি জীবনে উন্নতির যোগ। শ্লেষ্মা বৃদ্ধি। মামলায় জয়। সমস্যার সমাধান। মানসিক ক্ষোভ। উৎসাহ বৃদ্ধি। কর্মে সাফল্য আসবে। অবৈধ প্রণয়। বন্ধুপ্রীতি। কর্মে অনীহা।

বৃষ TAURUS
সৌভাগ্য বৃদ্ধি। মিথ্যা অপবাদ। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। যাত্রায় বিঘ্ন আসতে পারে। অভীষ্ট সিদ্ধি হবে। বাড়ির সকলে মিলে ভ্রমণের যোগ।

মিথুন GEMINI
শিক্ষকদের জন্য শুভ। সঞ্চিত অর্থ ব্যয়। ঋণমুক্তি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। শরিকি বিরোধ। প্রিয়জনসঙ্গ। যানবাহনে বিপদ। 

কর্কট CANCER
শত্রুবৃদ্ধি। ব্যবসায় অগ্রগতি। অযথা ব্যয় করবেন না। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। হানিযোগ। মানসিক ক্ষোভ। পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন। মতান্তর। ক্রীড়ায় সাফল্য। 

সিংহ LEO
আর্থিক উন্নতি। নৈতিক অবনতি। প্রতিভার বিকাশ। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জমি নিয়ে বিবাদ।  সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। উন্নতির সুযোগ।  হঠকারিতায় ক্ষতি।

কন্যা VIRGO
দ্বিমুখী আয়। শরীরচর্চার প্রতি মনযোগ দিন। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। রাস্তাঘাতে সাবধানে চলাচল করুন। সাহসিকতার প্রদর্শন। বিলাসিতা। সহায়তা লাভ। 

তুলা LIBRA
বদলির সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে। সম্পত্তি বিরোধ। বাসনা পূরণ হবে। সমস্যায় জড়িত হতে পারেন। অপমানিত হতে পারেন। রক্তচাপে কষ্ট। প্রণয় ভঙ্গ। মাতৃ পীড়ার সম্ভাবনা। 

বৃশ্চিক SCORPIO
চিন্তান্বিত। কর্মসংস্থানের সুযোগ। পুলিশি ঝামেলা। ক্ষতির সম্ভাবনা। চাকুরীতে পদন্নোতি। রমণীপ্রীতি। ব্যবসায় শত্রু বৃদ্ধি। মান -যশ প্রাপ্তি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে।

ধনু SAGITTARIUS
সুনাম বৃদ্ধি। পরোপকারে শান্তি লাভ হবে। মাতৃস্নেহ লাভ। চৌর্যহেতু ক্ষতি। দাম্পত্যে সুখ। আপনার মনের মানুষ খুশি হবে। আর্থিক ক্ষতি। মামলায় জড়িত। কর্মে বিভ্রান্তি। শুভ সংবাদ।  

মকর CAPRICORN
পদন্নোতি। উগ্রতায় ক্ষতি। মানসিক কষ্ট। পত্নীবিরহ। বিড়ম্বনা বৃদ্ধি।  প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। বৃথা ব্যয় করবেন না। সাহায্য লাভ। অস্ত্রোপচারে সাফল্য। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। 

কুম্ভ AQUARIUS
জনহিতকর কার্য। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। অনুরাগ বৃদ্ধি। দাম্পত্য সুখ। পারিবারিক সমস্যা। সুখ – সম্ভোগ। দুর্ঘটনার যোগ। জীবনে নতুন মানুষ আসতে পারে। জমিবাড়ি ক্রয়ের যোগ। পরিকল্পনায় সফল হবেন।

মীন PISCES
চিকিৎসা বিভ্রাট। বিপদ হওয়ার সম্ভাবনা। রমণীপ্রীতি। সাহসিকতা প্রদর্শন। পরিতাপ। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। জীবনের জন্য এটিই সেরা সময়। গঞ্জনাভোগ। উৎকণ্ঠা বৃদ্ধি। 

Previous articleএকটা ভোট খুব গুরুত্বপূর্ণ: মমতা
Next articleWest Bengal Weather Update: সপ্তাহান্তে ফের দুর্যোগ? কী হাওয়া অফিস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here