মেষ/ARIES
ক্রমোন্নতি। কলহে ক্ষতি। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন।গঞ্জনাভোগ। যৌথ ব্যবসায় ক্ষতি। সুপরামর্শে লাভ। বিতর্ক থেকে দূরে থাকুন। আরোগ্য লাভ।
বৃষ / TAURUS
আশাভ্রষ্ট। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। শরিকি বিরোধ। রক্তাল্পতা। সাবধানতা অবলম্বন করুন। মানসিক তৃপ্তি। ঋণশোধ। ক্রোধে ক্ষতি। পদোন্নতি।
মিথুন GEMINI
অবৈধ প্রণয়। বন্ধুপ্রীতি।কর্মে অনীহা। ধার্মিক দিকে মন যেতে পারে। দাম্পত্য কলহ। পিতার পরামর্শে উন্নতি। প্রতিষ্ঠা লাভ। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে।
কর্কট CANCER
সন্তানের জন্য গর্বিত। ভ্রমণ যোগ রয়েছে। গৃহে চুরির সম্ভাবনা। কর্মে খ্যাতিলাভ। স্বাস্থ্যহানি। অসৎসঙ্গে ক্ষতি। পরোপকারে শান্তি লাভ হবে। সমস্যার সমাধান। পত্নীবিরহ।
সিংহ LEO
উৎফুল্লতা। অমনোযোগী। বন্ধুর সহায়তা লাভ হবে। ধনাগম। আনন্দ সংবাদ। শক্রির অপচয়। বিপদাশঙ্কা। হঠাৎ প্রাপ্তি। প্রতিপত্তি লাভ। রাজনৈতিক ভয়। প্রিয়জনসঙ্গ।
কন্যা VIRGO
অনুতাপ। পরিশ্রম বৃদ্ধি। চাকুরীক্ষেত্রে অশান্তি। দ্রব্যাদি লাভ। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। উৎসাহ বৃদ্ধি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। দন্তরোগে কষ্ট।
তুলা LIBRA
প্রতিযোগিতায় সাফল্য। অর্থনৈতিক দিক দিয়ে এটি ভাল সময়। অযথা ব্যয়।বন্ধু বিরোধ। কাজের প্রতি বেশি মনোযোগ দিন। সম্পত্তি উদ্ধার। বিপদমুক্ত। জনসেবায় শ্রমদান।
বৃশ্চিক SCORPIO
অর্থাগম। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। পরিশ্রম বৃদ্ধি। অপমানিত হওয়ার সম্ভাবনা। রক্তে শর্করা বৃদ্ধি। আর্থিক উন্নতি। কেরিয়ারে পরিবর্তন হবে। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে।
ধনু SAGITTARIUS
যকৃতের রোগ। অবস্থান পরিবর্তনের যোগ আছে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। আঘাত প্রাপ্তি। দুর্ঘটনার যোগ। শিল্পীদের সাফল্য। স্বীকৃতি লাভ। প্রণয়াশক্তি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে।
মকর CAPRICORN
প্রণয় ভঙ্গ। সুখকর বদলি। কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়। মিথ্যাপবাদ। মনোমালিন্য। অর্থনৈতিক দিক দিয়ে অনুকূল নয়। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক। ভেবে চিন্তে যে কোনও কথা বলুন আজ।
কুম্ভ AQUARIUS
উদ্বেগ বৃদ্ধি। রাস্তাঘাতে সাবধানে চলাচল করুন। সাহসিকতার প্রদর্শন। বিলাসিতা। মানসিক ক্লেশ। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে। উন্নতির যোগ। বন্ধু বিয়োগ হতে পারে। প্রতিষ্ঠালাভ।
মীন PISCES
বন্ধু দ্বারা ক্ষতি। দুশ্চিন্তা বাড়বে। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। প্রভাব বিস্তার। সুপরামর্শ লাভ। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যয়বাহুল্য। অহেতুক ক্রোধে ক্ষতি। গৃহ সমস্যা। বিজ্ঞানীদের সাফল্য।