Daily Horoscope: আজকের রাশি ফল দেখুন

0
712

মেষ/ARIES
সঞ্চয় যোগ। সম্পত্তি ক্রয়। লাম্পট্য। সাধুসঙ্গে শান্তি। বিষণ্ণতা। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। শিক্ষায় অগ্রগতি। কার্যে অনিহা।

বৃষ / TAURUS
সম্মানহানি। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। ভাতৃস্নেহ। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। শ্লেষ্মা বৃদ্ধি। ঋণ পরিশোধ। 

মিথুন GEMINI
উগ্রতাবৃদ্ধি। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সুনামহানি। বিচ্ছেদ ভয়। সাফল্য লাভ। পুলিসি ঝামেলা। জীবনে পরিবর্তন আসবে। ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না।  

কর্কট CANCER
ভুল বোঝাবুঝি। চাকরি ও ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। অর্থনৈতিক সমস্যা মিটবে। চিন্তা মুক্ত হবেন। কর্মে খ্যাতিলাভ। শুভ যোগাযোগ। বিশ্বাসঘাতকটা।

সিংহ LEO
নৈরাশ্য থেকে মুক্তি। বিদ্যার্থীদের জন্য শুভ। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। আর্থিক দিক থেকে শুভ। দাম্পত্য কলহ। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। 

কন্যা VIRGO
চিকিৎসায় ব্যয়। বাসনাপূরণ। দুশ্চিন্তা বৃদ্ধি। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। অনুতপ্ত। শিক্ষাক্ষেত্রে সম্মান লাভ। পথে বিপদ হওয়ার সম্ভাবনা। রমণীপ্রীতি। 

তুলা LIBRA
মত বিরোধ। প্রণয় সুখ। সংঘর্ষে জড়িত হবেন। শুভ প্রয়াস। শত্রুর সঙ্গে সন্ধি। চিকিৎসায় বহু ব্যয়। অস্থিরতাভাব। উপস্থিত বুদ্ধিতে সাফল্য আসবে। দ্রব্যাদি লাভ। আগুন থেকে সাবধান থাকুন।

বৃশ্চিক SCORPIO জীবাণু সংক্রমণ। আর্থিক সমস্যা দূর হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। আনন্দ সংবাদ প্রাপ্তি। ভোগবিলাস। পরিবারে শান্তি ও সুখ থাকবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। চিত্তচাঞ্চল্য।  

ধনু SAGITTARIUS
পরিশ্রম বৃদ্ধি। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। গৃহবিবাদ। প্রশংসা প্রাপ্তি।শত্রুহানি হওয়ার সম্ভবনা। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে। কলানুরাগ। গোলযোগের আশঙ্কা।

মকর CAPRICORN
জুয়ায় ক্ষতি। পারিবারিক সুখ। একাধিক উপায়ে অর্থলাভ। প্রতিভার বিকাশ। কর্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। ঔদ্ধত্যে ক্ষতি। রোমান্টিক সময় কাটবে। 

কুম্ভ AQUARIUS
গৃহসংস্কারে ব্যয়। কঠোর পরিশ্রমের ফল পাবেন। সার্বিক উন্নতি। শোকাভিভূত। দাম্পত্য জীবন ভাল কাটবে। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। কৃষিতে লাভ। নৈতিক অবনতি। শিরঃপীড়া। 

মীন PISCES
গঞ্জনাভোগ। বৈরাগ্যভাব। অনুরাগ বৃদ্ধি। রপ্তানিতে লাভ। চিকিৎসা বিভ্রাট। হঠাৎ বিপদ। ভাবপ্রবণতায় ক্ষতি। আত্মীয় বিরোধ। প্রতিপত্তি লাভ হবে। গৃহে চুরীর সম্ভবনা।

Previous articleকেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের পথে নরেন্দ্র মোদী, বাংলা থেকে বনগাঁর সাংসদ শান্তনু সহ আরও দুজনের সম্ভাবনা
Next articleরাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় জারি সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here