![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG-20211030-WA0042-588x1024.jpg)
মেষ/ARIES
বিপদের আশঙ্কা। চিকিৎসায় সাফল্য। মান যশ বৃদ্ধি। সন্তানকে নিয়ে উদ্বেগ। ক্লেশ ভোগ। প্রাপ্য থেকে বঞ্চিত। মতানৈক্য। হৃদরোগে কষ্ট।
বৃষ / TAURUS
মনোমালিন্য। প্রতিবেশী কলহ। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মনোবাঞ্ছা পূরণ। ক্রোধান্বিত। প্রেমের সম্পর্ক মধুর হবে।
মিথুন GEMINI
হতাশা থেকে মুক্ত। শুভ যোগাযোগ। সুপরামর্শে লাভ। শোকাভিভূত। প্রভাব বিস্তার। ব্যয়বাহুল্য। প্রেমে বিঘ্ন। অবৈধ প্রণয়।
কর্কট CANCER
চৌর্য ভয়। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। ক্লান্তিবোধ। দালালিতে লাভ। বিচ্ছেদ ভয়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG-20211030-WA0042-588x1024.jpg)
সিংহ LEO
ব্যবসায় ক্ষতি। জীবাণু সংক্রমণ। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। সাহসের অভাব।রক্তচাপে কষ্ট। অনুগ্রহ লাভ।বিষণ্ণতা। ধর্মে মতি।
কন্যা VIRGO
অস্থিরতা ভাব। সুচিকিৎসায় সুস্থ। সাধুসঙ্গে শান্তি। প্রবঞ্চনার স্বীকার। আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। প্রেম -প্রণয়ে বাধা।
তুলা LIBRA
বিচ্ছেদের আশঙ্কা। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। প্রণয়ে বিপত্তি। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক SCORPIO
লাঞ্ছনা ভোগ। বিভাগীয় পরিবর্তন। প্রতিপত্তি বৃদ্ধি। বিপদমুক্ত। চাকুরিতে সফলতা। মনোমালিন্য। বাড়ির সকলে মিলে ভ্রমণ যোগ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG-20211030-WA0042-588x1024.jpg)
ধনু SAGITTARIUS
মানহানি যোগ। আপনার সঙ্গী সুখী করে তুলবে। ঔদ্ধত্যে ক্ষতি। এটি আপনার ব্যক্তিত্বের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে।
মকর CAPRICORN
পারিবারিক অশান্তি। ভ্রমণযোগ। মনোমালিন্য। আর্থিক দিক থেকে শুভ। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন।
কুম্ভ AQUARIUS
চক্ষুরোগে কষ্ট। যানবাহনে বিপদ। স্বাস্থের দিকে নজর দিন। শ্রীবৃদ্ধি। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। অযথা চিন্তা। পদমর্যাদা লাভ।
মীন PISCES
সহায়তা লাভ। মানসিক ক্লেশ। ব্যবসায় অশান্তি। কর্মে সাফল্য। প্রেমে বিঘ্ন। অগ্নিদ্বারা ক্ষতি। সন্তানের জন্য চিন্তা। মানসিক ক্ষোভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG-20211030-WA0042-588x1024.jpg)