Daily Horoscope:মীনের পারিবারিক সুখ, আপনার রাশিফল কী বলছে জানুন

0
640

মেষ/ARIES
হানি। আয় বৃদ্ধি। সার্বিক উন্নতি। শোকাভিভূত। দাম্পত্য জীবন ভাল কাটবে। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। কৃষিতে লাভ। 

বৃষ / TAURUS
চিত্ত প্রফুল্ল। রোগভোগ। যাত্রায় বিঘ্ন আসতে পারে। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। অবৈধ প্রণয়।

মিথুন GEMINI
মনস্তাপ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। চৌর্যহেতু ক্ষতি। আংশীদারিতে লাভ। মানসিক ক্ষোভ থাকবে। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন।

কর্কট CANCER
নৈতিক অবনতি। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।  বিষণ্ণতা। আরোগ্যলাভ। সমস্যায় জড়িত হতে পারেন। বিবাহিতরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। 

সিংহ LEO
পত্নীপীড়া। আনন্দময় পরিবেশ থাকবে। কর্মে বিভ্রান্তি। নতুন বন্ধুলাভ। রোমান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন। সমস্যার সমাধান। 

কন্যা VIRGO
লাম্পট্য। বৈষয়িক সমাধান। প্রিয়জনসঙ্গ। অর্থাগমের সম্ভাবনা। রোগ ব্যাধি হতে পারে। ব্যবসায়ে উত্থান-পতন রয়েছে। বাড়ির সকলে মিলে ভ্রমণ যোগ। 

তুলা LIBRA
সৌভাগ্যবৃদ্ধি। সম্পর্ক সৎ হন। অর্থনৈতিক দিক দিয়ে এটি ভাল সময়। স্বাস্থ্যের উন্নতি। জীবনের গতি পরিবর্তনের জন্য অনুতাপ। অযথা ব্যয়। মতান্তর।

বৃশ্চিক SCORPIO
ভগ্নীস্নেহ। কঠোর পরিশ্রমের ফল পাবেন। পারিবারিক জীবন ভাল থাকবে। মেধার বিকাশ। সাবধানতা অবলম্বন করুন। সন্তানের যত্ন নিন। ধৈর্য ধরতে হবে।

ধনু SAGITTARIUS
কলহ। পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। যৌনব্যাধি। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। শ্রমিক বিরোধ। 

মকর CAPRICORN
অপমানিত। ঈর্ষান্বিত। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। সঞ্চিত অর্থব্যয়। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। সাহসিকতার প্রদর্শন। বিলাসিতা। মানসিক ক্লেশ।

কুম্ভ AQUARIUS
আর্থিক লাভ। চক্ষুরোগে কষ্ট।  আশার সঞ্চার। কর্মে অনীহা। ধার্মিক দিকে মন যেতে পারে। ঋণ পরিশোধের যোগ। বন্ধু লাভ। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। 

মীন PISCES
পারিবারিক সুখ। বিনিয়োগ লাভ। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। সাহসীকতা প্রদর্শন। প্রশিক্ষণে সাফল্য। প্রেমের সম্পর্ক মধুর হবে। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। 

Previous articleবনগাঁ মহকুমা প্রশাসন এবং আঞ্চলিক পরিবহণ দফতরের উদ্যোগে সফলভাবে টিকাকরণ সম্পন্ন হল
Next articleজলযন্ত্রণা জারি:আজও ভারী বৃষ্টির সম্ভাবনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here