Daily Horoscope:চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

0
658

মেষ/ARIES
উৎসাহ বৃদ্ধি। সৎকার্যে ব্যয়। ভ্রমণকালে বিপদ। ব্যবসায় সাফল্য। অনুতাপ। মনঃকষ্ট। আপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কারণে আনন্দ লাভ। 

বৃষ / TAURUS
শ্রমিক অসন্তোষ। সৌভাগ্যবৃদ্ধি। নব পরিকল্পনার যোগ রয়েছে। হতাশা বৃদ্ধি। অপত্য স্নেহ। কর্মে ব্যঘাত। সমস্যার সমাধান।

মিথুন GEMINI
নির্যাতন। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। সাহসিকতা প্রদর্শন। ব্যয় বাহুল্য। বৃথা ব্যয়। প্রবঞ্চনা বিপর্যয়। গৃহে চুরীর সম্ভবনা। 

কর্কট CANCER
নব প্রচেষ্টা। পিতার পরামর্শে উন্নতি। কূটনৈতিক জয়। প্রশংসা প্রাপ্তি। চাকুরীতে পদোন্নতি। অপূরণীয় ক্ষতি। পারিবারিক অশান্তি।  

সিংহ LEO
নৈতিক উন্নতি। সৎপরামর্শ লাভ। অসৎসঙ্গে ক্ষতি। প্রেমে অশান্তি। ব্যস্ততা বৃদ্ধি। উৎকণ্ঠা বৃদ্ধি। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। 

কন্যা VIRGO
অনুদান লাভ। কঠোর পরিশ্রমের ফল পাবেন। সন্তানের জন্য চিন্তা। রোমান্টিক সময় কাটবে। শোক সংবাদ। আরোগ্য লাভ।

তুলা LIBRA
সাফল্য লাভ। বৈবাহিক জীবনে উন্নতি হবে। অর্থনৈতিক সমস্যা মিটবে। ঋণের সম্ভাবনা। ধর্মে আগ্রহ। ব্যবসায় অগ্রগতি। 

বৃশ্চিক SCORPIO
প্রবল ভোগেচ্ছা। বিচলিতভাব। নব প্রচেষ্টা। রোগব্যাধি। পরোপকার। হঠকারিতায় ক্ষতি। ব্যবসায় সাফল্য। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। 

ধনু SAGITTARIUS
আর্থিক ক্ষতি। পদোন্নতি। সন্তানের সাথে বিরোধ। ক্রমোন্নতি। ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠকারিতায় ক্ষতি। পরিশ্রম বৃদ্ধি। 

মকর CAPRICORN
অনর্থপাত। ভোগবিলাস। গৃহ সমস্যা। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। নৈতিক অবনতি। স্পষ্টকথায় বিপদ। শত্রুবৃদ্ধি। 


কুম্ভ AQUARIUS
গৃহ পরিবর্তন।  সাংসারিক বিবাদ। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। সঞ্চিত অর্থ ব্যয়। অর্শাদিপীড়া। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। 

মীন PISCES
বাত ব্যধি। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। দাম্পত্য জীবন ভাল কাটবে। আইনগত ঝামেলা। বিরক্তিভাব। 

Previous articleBally Municipality: হাওড়া পুরসভা থেকে আলাদা হয়ে পৃথক পুরসভা হল বালি
Next articleবনগাঁর তৃণমূল নেত্রীকে হুমকি,ভরা সভায় বিজেপি বিধায়কের নিদান তৃণমূল নেতা গুন্ডাগিরি করলে হাত-পা ভেঙে দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here