CV Ananda Bose: সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল ,গেলেন ইকবালপুরেও

0
659

দেশেরসময় ওয়েবডেস্কঃ রামনবমীর অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম রাজ্য। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতের নির্দেশে আধাসামরিক বাহিনী নেমেছে স্পর্শকাতর এলাকায়। এদিনই দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাস্তায় নেমেছেন। উদ্দেশ্য সম্প্রীতির বার্তা দেওয়া এবং মানুষের মধ্যে আস্থা গড়ে তোলা ।

বৃহস্পতিবার সকালে লেকটাউনের হনুমান মন্দিরে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা দেন রাজ্যপাল ৷ তারপর যান ইকবালপুরে।

বন্দরের এই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পাশাপশি কেন্দ্রীয়বাহিনী এবং পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি। পরিস্থিতির দিকে নজর রাখতে বলেন। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল বলেন, মানুষের কথা ভাবাই তাঁর প্রধান কর্তব্য। মোমিনপুর, ইকবালপুরের পর পোস্তায় যাওয়ার কথা রাজ্যপালের।

রাজ্যপাল জানান, পরিস্থিতি আয়ত্তে আছে। মানুষ সাহায্য করছে। আর পুলিশ সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে। পাশাপাশি তিনি জানান, বাংলা একটা ট্রেন্ড তৈরি করল আজ যে কীভাবে শান্তি বজায় রাখা যায়।
হনুমান জয়ন্তীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলার তিন জায়গায় ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। সেই মতো, হাওড়া হুগলি ও ব্যারাকপুরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয়বাহিনী।

বুধবার রাতেই চুঁচুড়া, কামারহাটি এলাকায় রুট মার্চ করেছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রসঙ্গত, হনুমান জয়ন্তীতে গতবার বন্দরের এই এলাকায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। টানা চার পাঁচদিন ধরে ১৪৪ ধারা জারি ছিল সেখানে।

Previous articleNarendra Modi : ‘হনুমানজির মতো কঠোর ভাবে মোকাবিলা করুন রাক্ষসদের’! বিজেপির প্রতিষ্ঠা দিবসে আর কী বললেন মোদী?
Next articleShah Rukh Khan IPL : ইডেনে ‘ঝুমে যো পাঠান’, বড় স্কোর কলকাতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here