Cristmas Dayবড়দিনে কলকাতায় খুদেদের জন্য হট ডেস্টিনেশন ময়দান, রইল ছবি

0
11
হীয়া রায় দেশের সময়

কলকাতা : আজ বড়দিন। আর এই বড়দিনে শহর কলকাতা মেতে উঠেছে সেলিব্রেশনে। আলোর রোশনাইয়ে সেজেছে কল্লোলিনী কলকাতা। ক্রিসমাস ক্যারল থেকে শুরু করে কেকের গন্ধ এবং কফিতে তুফান তুলে বেরিয়ে পড়ছেন মানুষজন রাস্তায়।

তিলোত্তমা কলকাতায় নানা দর্শনীয় স্থানে উপচে পড়েছে ভিড়। আর তার মধ্যে অন্যতম ময়দান। বিশেষত কচিকাঁচা এবং খুদেদের জন্য হট ডেস্টিনেশন হল এই ময়দান চত্বর। তার সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডলেও ভিড় হয়েছে।

এদিকে পাকস্ট্রিট থেকে শুরু করে ময়দান, সিটিজেন পার্ক, মিলেনিয়াম পার্ক এবং শহরের সমস্ত চার্চ আজ, বুধবার সেজে উঠেছে বড়দিনে। কলকাতার চার্চ বলতেই সবার আগে মনে পড়ে সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ। যা আজ সুন্দর করে সাজানো হয়েছে। এই চার্চে বড়দিনের সকাল থেকে দেখা গেল মানুষের ভিড়।

অ্যালেন পার্ক–সহ গোটা পার্ক স্ট্রিটে মানুষের ভিড় উপচে পড়েছে সকালে এবং সন্ধ্যায়। প্রত্যেকটি রেস্তোরাঁ, বার এবং পানশালাতেও ভিড় বেড়েছে।

আলিপুর চিড়িয়াখানায় রেকর্ড ভিড় দেখা গিয়েছে। পিকনিকের মেজাজে আজ সেখানে হাজির হন আট থেকে আশি। খাওয়া, ঘোরা এবং আড্ডায় মেতে ওঠেন সকলে।

ছবি গুলি তুলেছেন দেবাশিস রায়  ।
Previous articleBorder মাত্র ৬০০ টাকায় ধাক্কা পাসপোর্টে ‘ধুর’রা কাঁটাতার পেরিয়ে হাজির এপারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here