দেশের সময় ওয়েবডেস্কঃ গরুপাচার কাণ্ডে ইডির চার্জশিট পেশ হতেই গ্রেফতারি পরোয়ানা জারি হল বিনয়, বিকাশ ও এনামূলের বিরুদ্ধে। আর্থিক দূর্নীতিদমন আইনের ৪৪ ও ৪৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার চার্জশিট জমা দিয় ইডি। ওই চার্জশিট গ্রহণ করেছে আদালত। সেইসঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে ১ জুন আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক সঞ্জয় গর্গ।
দিল্লির পিএমএলও আদালতে চার্জশিট পেশ করেছিল ইডি। সেখানে নাম রয়েছে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশের। রয়েছে এনামুল হকের নামও। পাশাপাশি গরু পাচার-কাণ্ডে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে যে সংস্থাগুলির বিরুদ্ধে, চার্জশিটে নাম রয়েছে তাদেরও।
গরু পাচার-কাণ্ডের মূল অভিযুক্তদের মধ্যে এনামুল হককে ১৮ ফেব্রুয়ারি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। এর আগে গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে এনামুলকে গেফতার করে সিবিআই। তারপর থেকে প্রায় দু’বছর জেলে ছিল সে। তারপর গত জানুয়ারি মাসে এনামুলের জামিন হয়।
দীর্ঘদিন ধরেই কয়লা ও গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। গতবছর বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর তাঁকে তোলা হয়েছিল আসানসোলের সিবিআই আদালতে। তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিনই অসুস্থ হয়ে পড়েন বিকাশ। রাতেই তাঁকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।