Cow Smuggling: গরু পাচার কাণ্ডে প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

0
602

দেশের সময় ওয়েবডেস্কঃ বেআইনি গরু পাচার কাণ্ডে প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রের দাবি, ওই প্রাক্তন বিএসএফ কর্তা গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন। সতীশকে দিল্লিতে জেরার জন্য তলব করা হয়েছিল। প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করার পর ইডি গ্রেফতার করেছে সতীশকে। প্রসঙ্গত, সতীশকে এর আগেও গ্রেফতার করেছিল সিবিআই।

বেআইনি গরু ও কয়লা কাণ্ডের তদন্তে গত একমাস ধরে দৃশ্যতই সক্রিয় ইডি। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে কয়েক দফা নোটিস পাঠিয়েছে ইডি। দিল্লিতে ইডি দফতরে অভিষেক একবার হাজিরা দিয়েছেন। তাঁকে ফের নোটিস পাঠানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককেও দিল্লিতে তলব করে রেখেছে ইডি।

তবে অনেকদিন পর এই কাণ্ডে প্রথম কোনও রাঘববোয়ালকে গ্রেফতার করা হল। বেআইনি গরু পাচার কাণ্ড (Cow Smuggling) নিয়ে তোলপাড়ের শুরু থেকেই বিএসএফ কমান্ডার সতীশ মিশ্র ও তাঁর আরও কিছু অধস্তন অফিসার জড়িত থাকার কথা উঠছে। একই ভাবে বেআইনি কয়লা পাচার কাণ্ডে ইস্টার্ন কোলফিল্ডের কিছু অফিসার ও কয়েক জন রেলের অফিসারের নামে অভিযোগ রয়েছে।

এখন দেখার সতীশ কুমারের সূত্র ধরে আর কাউকে ইডি তলব করে কিনা।

Previous articleWeather Update:কালবৈশাখীর সম্ভাবনা ক্ষীণ, বৃষ্টি কবে হবে? জানুন আবহাওয়ার আপডেট
Next articleEdible Oil: ভোজ্য তেলের দাম ভয়ানক বাড়ার অশনিসংকেত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here