COVID Restriction: কোভিড সংক্রমণে রাশ টানতে উত্তর ২৪ পরগনার পুর এলাকায় চলছে আংশিক লকডাউন, নতুন নির্দেশিকা বনগাঁ পুরসভার

0
603

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বাড়ছে কোভিড সংক্রমণ। তা রুখতে নবান্নের জারি করা নির্দেশিকার পাশাপাশি স্থানীয় ভাবেও বিধিনিষেধ জারি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই সংক্রমণে রাশ টানা। তা করতে উত্তর ২৪ পরগনার একাধিক পুর এলাকায় আংশিক লকডাউন করা হয়েছে।

মধ্যমগ্রাম পুরসভায় তিন দিনের আংশিক লকডাউন শুরু হল বৃহস্পতিবার থেকে। শনিবার পর্যন্ত জারি থাকবে আংশিক লকডাউন। তিন দিন পর পরিস্থিতির পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। মধ্যমগ্রামের মতো বারাসতেও চলছে আংশিক লকডাউন। সেখানে লকডাউন হচ্ছে এক দিন অন্তর। মঙ্গলবারের পর বৃহস্পতিবারও রয়েছে লকডাউন। শনিবারও তা চলবে। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকছে। তবে যান চলাচল করছে।

হাবরা পুরসভা এলাকায় গত শুক্রবার থেকে লকডাউন চলছে। অশোকনগরে একইভাবে লকডাউন চলবে শুক্র এবং শনিবার।

বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েত দুপুর ১ টা থেকে বাজার বন্ধের নির্দেশ জারি করেছে বৃহস্পতিবার। আষাঢ়ু পঞ্চায়েত এলাকার সমস্ত বাজার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই নিময় মেনেই খোলা যাবে বাজার।পরিস্থিতি মোকাবিলায় নিজেদের অবস্থানের‌ কিছুটা পরিবর্তন ঘটালো বনগাঁ প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে বনগাঁ পুরসভা এলাকার দোকান, বাজার খোলা রাখার নতুন নির্দেশিকা জারি করা হল। এক্ষেত্রে, দুটি ভাগে ভাগ করে দোকান খোলা রাখার কথা ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যেই মাইক প্রচারের মাধ্যমে নতুন সিদ্ধান্তের কথা প্রচার করা হচ্ছে। ১৫ জানুয়ারী, শনিবার থেকে নতুন এই নির্দেশিকা কার্যকরী হবে।

এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় নিজেদের অবস্থানের‌ কিছুটা পরিবর্তন ঘটালো বনগাঁ প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে বনগাঁ পুরসভা এলাকার দোকান, বাজার খোলা রাখার নতুন নির্দেশিকা জারি করা হল। এক্ষেত্রে, দুটি ভাগে ভাগ করে দোকান খোলা রাখার কথা ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যেই মাইক প্রচারের মাধ্যমে নতুন সিদ্ধান্তের কথা প্রচার করা হচ্ছে। ১৫ জানুয়ারী, শনিবার থেকে নতুন এই নির্দেশিকা কার্যকরী হবে।

এই প্রসঙ্গে পুর প্রশাসক গোপাল শেঠ জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনও নির্দেশিকা আসে নি। ফলে এই মুহূর্তে দোকান, বাজার বন্ধ রাখার কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে বৃহস্পতিবার এব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের পক্ষ থেকে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হল।

পুরসভা এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় বাজার সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং স্থায়ী দোকান বেলা ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত দোকান স্বাভাবিক নিয়মেই চলবে। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করা হচ্ছে৷। বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। দোকানে, বাজারে ক্রেতা–বিক্রেতা সবাইকেই মাস্ক পরতে হবে। প্রতিটি বাজারে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে ক্রেতাদের শরীরের তাপমাত্রা মাপা হবে। তবে যান চলাচল স্বাভাবিক থাকবে৷

Previous articleবিকানির এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯, ময়নাগুড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী
Next articleWeather : মকর সংক্রান্তিতেও বাংলার আকাশের মুখ ভার ! শীত ফিরবে কবে?‌ উত্তর খুঁজছে বঙ্গবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here