দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার একধাক্কায় অনেকটা বেড়েছিল।মঙ্গলবার তা কমল। আগের দিনের তুলনায় ৪৩ শতাংশ কমল দৈনিক করোনা সংক্রমণ। সোমবার যে সংখ্যাটা ছিল ২ হাজার ১৮৩, মঙ্গলবার তা হল ১ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৯২৮ জন।
তবে এদিনও দেশে ফের বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। এদিনের বুলেটিন অনুযায়ী দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ৮৬০ জন। এদিকে দিল্লির কোভিড গ্রাফ নিয়ে উদ্বেগ থাকছেই। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৫০১ জন। তবে মৃত্যুর সংখ্যায় তকিছুটা স্বস্তি মিলছে। গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপে দেশে মৃত্যু হয়েছে মাত্র একজনের।
এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৮৬০ জন। যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯২৮ জন কোভিডে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
তবে কেরলে নিয়মিত দৈনিক করোনা বুলেটিন দেওয়া হচ্ছে না। পাঁচ দিন পর সোমবার কোভিড বুলেটিন দেওয়া হয়েছে। সম্ভবত তার জেরেই হঠাৎ আগের দিন একলাফে অনেকটা বেড়েছিল সংক্রমণ। তবে কেন্দ্রের তরফে প্রতিদিন কোভিড রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।