Covid 19 : রাজ্যে কোভিডের ঢেউ সামলাতে বেসরকারি হাসপাতালগুলি তৈরি থাকুক বার্তা স্বাস্থ্য দফতরের

0
378

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার বিষয়ে চূড়ান্ত সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য দফতর।

ফের রাজ্যে বাড়ছে করোনা। ফলে পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে তড়িঘড়ি বৈঠক করল রাজ্যের স্বাস্থ্য দফতর। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব ছাড়াও স্বাস্থ্য দফতরের অন্য কর্তারা উপস্থিত ছিলেন। সেখানে হাসপাতালগুলিকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বলেছে স্বাস্থ্য দফতর।

সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, অক্সিজেন পরিকাঠামো যাতে যথাযথ থাকে তার জন্য এখনই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিতে হবে। যা দেখে অনেকেই মনে করছেন, আগামী অল্প কিছু দিনে বাংলায় সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, জানুয়ারির মাঝামাঝি কিংবা তৃতীয় সপ্তাহ থেকে বাংলায় কোভিডের দৈনিক সংক্রমণ ৩০-৩৫ হাজার ছুঁতে পারে। এক্ষেত্রে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকেই মূল কারণ বলে মনে করা হচ্ছে।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছেন, বাংলায় এখনই সব কিছু বন্ধ হবে না। কারণ দু’বছর অনেক আর্থিক ক্ষতি হয়েছে। বিধিনিষেধ আরোপ করতে হলেও তা নির্দিষ্ট কিছু জায়গায় হতে পারে। সেটা পর্যালোচনা করবে রাজ্য সরকার।

এরমধ্যেই কলকাতা পুলিশে একাধিক পুলিশকর্মীর দেহে কোভিডের সংক্রমণ মিলেছে। শিয়ালদহ শাখায় এক রেলকর্মী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁর সংস্পর্শে আরও অন্তত ১০ জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

সব মিলিয়ে বছর শেষ হচ্ছে কোভিড আতঙ্ক নিয়েই। নতুন বছরের শুরুতেও সেই আশঙ্কা নিয়েই থাকতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Previous articleসময়সূচি বদল ,অপরিচ্ছন্ন ট্রেন,রানাঘাটে রেল অবরোধে নাকাল যাত্রীরা
Next articleNew Year 2022 কাউন্টডাউন শুরু, চিরচেনা পুরী থেকে ৫৫ কিমি দূরত্বে ফেস্টিভ মুডে কোনারক ইকোরিট্রিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here