দেশেরসময় ওয়েবডেস্কঃ আরও বাড়ল সংক্রমণ! দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন।
যা শনিবারের থেকে ১২ শতাংশ বেশি। এদিন ১০ শতাংশ পেরিয়ে গেল পজিটিভিটি রেট। বেড়ে হল ১০.২১ শতাংশ। যে হারে দেশে পজিটিভিটি রেট বাড়ছে উদ্বেগ ততই বাড়ছে।
একদিনে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। এদিন দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা পেরিয়ে গেল ৫ লক্ষ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৯০ হাজার ৬১১।
২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৯। তার পরই রয়েছে দিল্লি। ৫১৩ জন আক্রান্ত হয়েছেন এখানে। পাশাপাশি, এক হাজার ৪০৯ জন ওমিক্রন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে একদিনে আক্রান্ত ৪১ হাজারেরও বেশি মানুষ। দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত ২০ হাজার ১৮১ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন।