Commonwealth: সৃষ্টি হল নতুন ইতিহাস !মেয়েদের হকিতে ব্রোঞ্জ ভারতের

0
687

দেশের সময় ওয়েবডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার ফল মিলল।

সৃষ্টি হল নতুন ইতিহাস। কমনওয়েলথ গেমসে মেয়েদের হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। রবিবার নিউজিল্যান্ডকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ইতিহাস রচনা করল ভারতের মেয়েরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। পেনাল্টি শুটআউটে গতবারের চ্যাম্পিয়নদের ২-১ এ হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ভারত।

সেমিফাইনালে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সবিতাদের। কিন্তু এদিন ব্রোঞ্জের ম্যাচে প্রতিপক্ষকে কোনও সুযোগ দেয়নি ভারতের মহিলা হকি দল। আগ্রাসী মেজাজে শুরু করে ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে সালিমা টেটের গোলে এগিয়ে যায় ভারত। মনে হচ্ছিল নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচের ফয়সালা হয়ে যাবে।

কিন্তু শেষলগ্নে সমতা ফেরায় নিউজিল্যান্ড। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অলিভিয়া মেরি। অবশ্য একাধিক সুযোগ নষ্ট না হলে ৬০ মিনিটের মধ্যেই জিততে পারত ভারত। কিন্তু খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। এবার আর কোনও ভুলচুক হয়নি। ২-১ গোলে জিতে নিশ্চিত করে রুপো। 

Previous articleDurga Pujo 2022: বনগাঁ অভিযান সংঘের পুজো মন্ডপের এবারের থিম ফাঁস করলেন ক্লাব সদস্যরা – দেখুন ভিডিও
Next articleCommonwealth:কমনওয়েলথে অস্ট্রেলিয়ার কাছে হার, রুপোতেই আটকে গেলেন হরমনপ্রীতরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here